২০৩১-এর দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হতে চলেছেন এক বাঙালি। সুপ্রিম কোর্ট কলেজিয়াম (Supreme Court Collegium) হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে (Jaymalya Bagchi) সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করেছে। যার ফলে আপাতত তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হলেও প্রধান বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসর গ্রহণের পর  আগামী ৩১-এ বাগচীই প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন। অন্যদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনকে ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে পাঠাল সুপ্রিম কোর্টের কলেজিয়াম।

জয়মাল্য বাগচী একাধিক গুরুত্বপূর্ণ মামলা সামলেছেন

২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন জয়মাল্য বাগচী। মাঝে ২০২১ সালের ৪ জানুয়ারি তাঁকে অন্ধ্রপ্রদেশে হাইকোর্টে বদলি হয়েছিলেন, তবে ওই বছরের ৮ নভেম্বর ফের তাঁকে কলকাতায় ফেরানো হয়। তারপর থেকে এখনও পর্যন্ত হাইকোর্টের বিচারপতি হিসেবেই কর্মরত রয়েছে। তাঁর ১৩ বছরের বিচারক অভিজ্ঞতায় ছিল একাধিক হাই গুরুত্বপূর্ণ মামলা।

দেখুন পোস্ট

নজিরবিহীন ঘটনার সাক্ষী হতে চলেছে আইনজীবী মহল

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন আলতামাস কবীর। তবে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। সেক্ষেত্রে জয়মাল্য বাগচীই প্রথম যিনি হাইকোর্টের প্রধান বিচারপতি না হয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন।