আট মাসের মধ্যে দেশের জন্য অবসরের সিদ্ধান্ত বদলালেন কিংবদন্তী ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। চলতি মাসেই টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন সুনীল। বৃহস্পতিবার ভারতীয় ফুটবল সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তাঁর প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছেন। গত বছর ৬ জুন কুয়েতের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে অবসর গ্রহণের কথা জানিয়েছিলেন সুনীল। তারপর চলতি বছরেই অবসর ভেঙে দলের অধিনায়ক হিসেবে ফেরার সিদ্ধান্ত নেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। আগামী ১৯ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারত। সেখানেই অবসরের পর প্রথম খেলবেন তিনি। তবে ২৫ মার্চ গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ভারতের। এএফসি এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে যোগ্যতা অর্জন ম্যাচ রয়েছে ভারতের।

দেখুন পোস্ট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)