ভোপাল: ট্রেনের ধাক্কায় মৃত্যু (Died) হল গর্ভবতী একটি চিতাবাঘিনীর (Pregnant leopard)। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের (Bhopal) সমরধা ফরেস্ট (Samardha Forest range) এলাকার সুখী সেভানিয়া (Sukhi Sevaniya) এলাকার কাছে।
সমরধা ফরেস্ট রেঞ্জ ম্যানেজমেন্টের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, রেলওয়ে কন্ট্রোল রুমের তরফে তাদের দুর্ঘটনাটির বিষয়ে খবর দেওয়া হয় সকাল আটটার সময়।
খবর পেয়েই বন কর্মীদের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তাতে দেখা যায়, দুর্ঘটনার ফলে একটি মহিলা চিতাবাঘ বা চিতাবাঘিনী মৃত অবস্থা পড়ে রয়েছে। সে গর্ভবতী ছিল। দুর্ঘটনার ফলে তার ভ্রুণ বেরিয়ে এসেছিল। চিতাবাঘিনীর পাশেই পড়ে ছিল।
তার মৃতদেহ বন বিহার ন্যাশনাল পার্কে নিয়ে এসে ময়নাতদন্ত করা হয়। পশু চিকিৎসকরা জানিয়েছেন বাঘিনীটির বয়স সাত-আট বছর। পরে তার শেষকৃত্য করা হয়।