
সীতাপুর, ৯ মার্চঃ লখনউ-দিল্লি জাতীয় মহাসড়কে আততায়ীর গুলিতে খুন হলেন সাংবাদিক। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সীতাপুরে নিহত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী। উত্তরপ্রদেশের একটি হিন্দি দৈনিকে সাংবাদিকতা করার পাশাপাশি আরটিআই-তে কাজ করছেন তিনি। রবিবার ভোররাতে খুনের ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে খবর, ৩৫ বছর বয়সী এই সাংবাদিকের কাছে শনিবার বিকেলে একটি ফোন আসে। ওই ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রাঘবেন্দ্র। ভোররাতে ৩:১৫ নাগাদ লখনউ-দিল্লি হাইওয়েতে হত্যা করা হয় তাঁকে। পুলিশ আরও জানাচ্ছে, আততায়ীরা প্রথমে সাংবাদিকের বাইকে ধাক্কা মারে। এরপর পরপর তিন রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় আততায়ীরা। দীর্ঘক্ষণ হাইওয়ের ধারে পড়ে থাকার পর স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে এবং মৃতদেহ থেকে ৩টি গুলি বের করে। পুলিশ এখনও খুনের আসল কারণের হদিস পায়নি। খুনের এখনও কোন এফআইআর দায়ের হয়নি। মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়নি এখনও।
অভিযুক্তদের সন্ধানে পুলিশের তরফে চারটি টিম গঠন করা হয়েছে।