Elon Musk (Photo Credit: X)

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের পাত্র ধনকুবের শিল্পপতি ইলন মাস্কের বিরুদ্ধে মার্কিন মুলুকে আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে। হাজারে হাজারে সরকারী কর্মীদের তাড়ানো থেকে গুরুত্বপূর্ণ সরকারী দফতর করিয়ে দেশকে অচল করছেন মাস্ক, এমন অভিযোগ তুলে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়ায় আন্দোলন ছড়িয়ে পড়ছে। আর মাস্ক বিরোধী আন্দোলনে নিউ ইয়র্ক, ওয়াশিংটনে মাস্কের ইলেকট্রিক গাড়ি কোম্পানি টেসলার সামনে রোজ বিক্ষোভ আন্দোলন চলছে।

নিউ ইয়র্কে টেসলার শো রুমের সামনে বড় বিক্ষোভ

নিউ ইয়র্কে টেসলার শো রুমের সামনে আন্দোলনকারীদের সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। একই রকম ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসি, টেক্সাস, নিউ মেক্সিকো, ক্য়ালিফোর্নিয়াতেও। টেসলার শো রুমগুলির সামনে পুলিশের ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছে। হু হু করে টেসলার গাড়ির বিক্রি কমছে। শেয়ার বাজারে কমছে টেসলার দর। তবে শুধু মাস্ক নয়, ইউক্রেন থেকে ট্যারিফ নীতি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, বেকারত্ব বাড়া নিয়ে ট্রাম্প বিরোধী আন্দোলনও বেশ জোরদার হচ্ছে।

নিউ ইয়র্কে মাস্ক বিরোধী আন্দোলন তুঙ্গে

মাস্কের সঙ্গে প্রেসিডেন্টের ট্রাম্পকে নিয়েও বাড়ছে ক্ষোভ

এদিকে, মাস্ককে অবিলম্বে গ্রেফতারের দাবি থেকে অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ২৫-৩০টি প্রদেশের রাজধানী শহরে পোস্টার পড়েছে। মাস্কের দাবি তিনি মার্কিন প্রশাসন চালাতে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আসলে দেশেরই উন্নতি করছেন। কিন্তু মাস্ক যেভাবে তার নিজের কোম্পানিগুলিকে সুবিধা করে দিতে সরকারী দফতর বন্ধ করছেন তা নিয়ে মাস্ককে ঘিরে বড় ক্ষোভ জমা হচ্ছে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে।