
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের সিংহাসনে বসার পর থেকেই রোজই মার্কিন মুলুক থেকে বড় বড় সব ব্রেকিং নিউজ আসছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফের ব্রেকিং নিউজ। হোয়াইটওয়াশের সামনে আত্মহাতী হামলার ছক কষা এক আততীয়কে গুলি করে করল সিক্রেট সার্ভিসের কর্মীরা। আততায়ী এখন ওয়াশিংটনের এক হাসপাতালে মৃত্য়ুর সঙ্গে লড়াই করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সময় হোয়াইটহাউসে ছিলে না। ট্রাম্প সেই সময় ছিলেন ফ্লোরিডার পাম বিচে তাঁর ব্যক্তিগত বাসভবন 'মারে লাগো-তে। কী কারণে সেই আততায়ী এই হামলার চেষ্টা করলেন তা এখনও স্পষ্ট নয়। তবে সোশ্য়াল মিডিয়ায় কিছু পোস্টে দাবি, তার মুখে ট্রাম্প বিরোধী স্লোগান শোনা গিয়েছে।
ইন্ডিয়ানা থেকে ওয়াশিংটন ডিসি-তে এসে হোয়াইটওয়াশের হামলার ছক করা সেই আততায়ী, এদিন একেবারে লক্ষ্যের সামনে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেই ব্যক্তি যখন হোয়াইটহাউসের ঠিক পাশের ব্লকে পৌঁছে যায়, তখনই দূর থেকে গুলি করে তাকে মেরে ফেলে নিরাপত্তারক্ষীরা। আচমকাই সেই ব্যক্তি গাড়ি করে হোয়াইটহাউসের কাছের এক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে সোজা হেঁটে যেতে থাকেন। সিক্রেট সার্ভিসের কর্মীদের সন্দেহ হলে তাকে জেরা করতে যান। তখনই সেই আততায়ী হামলা শুরু করেন। তবে খুব বেশীক্ষণ সেই আততায়ী লড়তে পারেনি।
হোয়াইটহাউসে হামলার চেষ্টা আততায়ীর
Over a dozen evidence markers line 17th & G Streets, NW — a block away from the White House.
From @SecretService: personnel shot an apparent suicidal man during an “armed confrontation” after the man brandished a firearm. @nbcwashington pic.twitter.com/pkQK9rUnUD
— Joseph Olmo (@ReporterJoseph) March 9, 2025
গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দু বার ট্রাম্পের ওপর সরাসরি হামলা হয়েছিল। তার মধ্যে পেনসিলভিনিয়ায় আততায়ীর ছোঁড়া গুলিতে ট্রাম্প একেবারে এক চুলের জন্য বেঁচে যান। সেই হামলায় ট্রাম্পের কানের একটা অংশও কেটে গিয়েছিল। ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন হোয়াইটওয়াশে ট্রাম্পের ওর হামলা করেছিলেন ৫১ বছরের এক আততায়ী। সেই সময় প্রেসিডেন্টকে বাঁচাতে সিক্রেট সার্ভিসের কর্মী আততায়ীকে গুলি করে খতম করেছিলেন।