
বোকারো, ৯ মার্চঃ ফের বাড়ছে বার্ড ফ্লুর (Bird flu) আতঙ্ক। মাস খানেক আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে প্রায় সাড়ে পাঁচ হাজারের বেশি মুরগি বার্ড ফ্লু সংক্রমিত হয়ে মারা গিয়েছে। এবার ঝাড়খণ্ডের বোকারো জেলায় বার্ড ফ্লুর দাপট বাড়তে শুরু করেছে।
গত ৭ মার্চ কেন্দ্র সরকারের তরফে ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্য সচিবকে একটি চিঠি পাঠানো হয়। সেখানেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার H5N1 স্ট্রেনের প্রাদুর্ভাব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। জানা যাচ্ছে, বোকারোর সেক্টর ১২-এর একটি সরকারি পোল্ট্রি ফার্ম থেকে বার্ড ফ্লুর সংক্রমণ ছড়াতে শুরু করে। ওই ফার্মে ইতিমধ্যেই প্রায় ২৫০টি মুরগি বার্ড ফ্লু-তে মারা গিয়েছে।
কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয় রাজ্যকে বার্ড ফ্লুর বিস্তার রোধে সকল প্রয়োজনীয় এবং জরুরি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় নির্দেশ পাওয়ার পর শনিবার বোকারো প্রশাসন সম্ভাব্য সংক্রমের আশঙ্কায় সেক্টর ১২-এর একটি সরকারি ফার্মের ৪৬টি মুরগিকে হত্যা করেছে এবং ৫০৬টি ডিম নষ্ট করে দিয়েছে। গোটা খামারটি জীবাণুমুক্ত করা হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু এলাকাকে বার্ড ফ্লু সংক্রমিত জোন হিসাবে চিহ্নিত করে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ওই সমস্ত সংক্রমিত এলাকায় প্রবেশাধিকারও সীমিত করা হয়েছে।