
দুবাই, ৯ মার্চ: ২৫ বছর আগে আইসিসি নক আউট টুর্নামেন্টে সৌরভ গাঙ্গুলিরা ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরেছিলেন ৪ উইকেটে। সৌরভদের সেই যন্ত্রণা ঘুচিয়ে এদিন রোহিত শর্মারা ফাইনালে ৪ উইকেটে হারালেন কিউইদের। নিউ জিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। টানা দু বছরের দুটি আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল রোহিত শর্মার দল। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত। পুরো টুর্নামেন্টে সব কটা ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হলেন রোহিতরা। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও দু'বার কিউইদের হারিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতল টিম ইন্ডিয়া।
রোহিতের দারুণ ইনিংস, রাহুলের ম্যাচ জেতানো ইনিংস
রবিরার দুবাইয়ে ফাইনালে ২৫২ রান তাড়া করতে নেমে ৬৩ বলে ৭৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন অধিনায়ক রোহিত শর্মা। ভাল খেললেন শ্রেয়স আইয়ার (৪৮)-ও। তবে শেষের দিকে কঠিন পরিস্থিতিতে ৬ নম্বরে নেমে কেএল রাহুলের ৩৩ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসটাই ভারতকে কাপ জিতিয়ে আনল। বিরাট কোহলি (১)- ব্যর্থ হলেও টিম ইন্ডিয়া শেষ অবধি কাপ জিতল।
তৃতীয়বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় টিম ইন্ডিয়ার
India clinch the #ChampionsTrophy 2025 🏆🇮🇳#INDvNZ ✍️: https://t.co/SGA6TKUuGX pic.twitter.com/KNqpqREQ0I
— ICC (@ICC) March 9, 2025
কীভাবে রান তাড়া করে জিতল টিম ইন্ডিয়া
রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন দুই ওপেনার- রোহিত শর্মা ও শুবমন গিল। রোহিত-গিল ওপেনিং পার্টনারশিপে ১০৬ রান যোগ করেন। কিন্তু স্যান্টনারের বলে গ্লেন ফিল্পিসের অবিশ্বাস্য ক্যাচে গিলের (৫০ বলে ৩১) আউটের পরই ম্যাচে নাটক শুরু হয়। গিলের ঠিক পরেই কিউই স্পিনার ব্রেসওয়েলের বলে এলবি হয়ে যান বিরাট কোহলি (১)। তারপর রোহিত শর্মাও (৭৬) রচিন বরীন্দ্র বলে তাড়াহুড়ো করতে গিয়ে স্ট্যাম্প আউট হয়ে ফেরেন। বিনা উইকেটে ১০৫ থেকে ৩ উইকেটে ১২২ হয়ে গিয়ে মহাবিপদে পড়ে যায় টিম ইন্ডিয়া। সেখান থেকে শ্রেয়স আইয়ার ও পাঁচে নামা অক্ষর প্যাটেল হাল ধরেন। কিন্তু শ্রেয়সের ব্যাটিং দেখে যখন পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছিল, তখনই স্যান্টনারের বলে কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক ব্যক্তিগত ৪৮ রানে আউট হয়ে যান। কিছুক্ষণ পরে ব্রেসওয়েলের বলে অক্ষর প্যাটেল (৪০ বলে ২৯) ফিরতে ম্যাচ জমে যায়। ভারতকে তখনও জিততে হলে ৫১ বলে ৪৯ রান করতে হত, হাতে পাঁচ উইকেট। সেখান থেকে হার্দিককে নিয়ে ভাল ইনিংস খেলতে থাকেন রাহুল। জয়ের লক্ষ্যমাত্রা থেকে ১১ রান দূরে জেমিসনের বলে আউট হয়ে যান হার্দিক (১৮)। শেষ পর্যন্ত জাদেজা (৯ অপরাজিত)-কে নিয়ে দলকে কাপ জিতিয়ে ফেরেন রাহুল (৩৩ বলে ৩৪)।
সৌরভদের যন্ত্রণা ঘুচল
২৫ বছর আগে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে নাইরোবিতে আইসিসি নক আউটের ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে ৪ উইকেটে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। গড়াপেটার অন্ধকারে ঢাকা টিম ইন্ডিয়ার কাছে সেই ফাইনালটা সৌরভের দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সৌরভ নিজে সেই ফাইনালে সেঞ্চুরি করেছিলেন। কিন্তু পাঁচ নম্বরে নেমে অবিশ্বাস্য সেঞ্চুরি করে ক্রিস কেয়ার্ন্স দলকে ৪ উইকেটে জিতিয়ে ছিলেন।