Representational Image (File Photo)

ফের ধর্ষণের শিকার বৈদেশিক পর্যটক। কয়েকবছর আগেই ঝাড়খণ্ডে এরকমই ঘটনা ঘটেছিল। এবারের ঘটনাস্থল কর্ণাটকের ঐতিহ্যবাহী স্থান হাম্পি (Hampi)। গত ৬ মার্চ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছিল। দুই ইজরায়েলি পর্যটকের সঙ্গে ছিল হোমস্টে-র মালকিন। তিনি আবার এক ভারতীয় মহিলা। জানা যাচ্ছে, দুই মহিলাকেই গণধর্ষণ করা হয়। আর তাঁদের সঙ্গে থাকা এক বিদেশী যুবককে মারধর করে অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁদের সঙ্গে থাকা এক ইজরায়েলি যুবকের দেহ খাল থেকে উদ্ধার হয়। ধর্ষিতা দুই মহিলা এখনও চিকিৎসাধীন।

গ্রেফতার ৩ অভিযুক্ত

এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করতে পেরেছে স্থানীয় পুলিশ। যাদের মধ্যে দুজনকে শনিবার ও মূল অভিযুক্তকে রবিবার গ্রেফতার করে পুলিশ। যদিও এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। জানা যাচ্ছে, হাম্পি থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত একটি হোমস্টে-তে উঠেছিলেন এই ইজরায়েলি নাগরিকরা। বৃহস্পতিবার রাতে হোমস্টে-র মালিকের সঙ্গে ডিনার শেষে এলাকায় ঘুরছিলেন তাঁরা। তখনই তিনজন যুবক বাইকে করে এসে তাঁদের হেনস্থা করা শুরু করে।

দেখুন পোস্ট

ধর্ষণের পর মোবাইল, টাকা ছিনতাই করে পালায় অভিযুক্তরা

অভিযোগ, প্রথমে ইজরায়েলি যুবককে ঠেলে খালে ফেলে দেয়। তারপর দুই মহিলাকে টেনে হিঁচড়ে অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে জামাকাপড় ছিড়ে নগ্ন করে ধর্ষণ করে। ঘটনার পর দুজনের ব্যাগ থেকে নগদ সাড়ে ৯ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ছিনতাই করে পালায় অভিযুক্তরা। ঘটনার তদন্তে নেমে রবিবারই পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে।