
হামাস আর পণবন্দিদের মুক্তি দিতে রাজি নয়। এদিকে, যুদ্ধ বিরতি চুক্তিও ভাঙছে তারা। এই অভিযোগে গাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল ইজরায়েল। প্যালেস্টাইনের প্রাণভূমি হিসেবে পরিচিত গাজায় বিদ্যুৎ-এর জোগান দেয় ইজরায়েল সরকার। বদ্ধভূমি গাজায় কোনও কিছুই ইজরায়েল সরকারের অনুমতি ছাড়া হয় না। সীমান্ত বন্ধ করে গাজায় খাবার, রপানীয় জলের জোগান বন্ধ করে দিতে পারে ইজরায়েল। রবিবার সন্ধ্যা থেকেই গাজা পুরোপুরি অন্ধকার ভূমিতে পরিণত হল।
বিদ্যুৎ সংযোগ না থাকায় যোগাযোগ ব্যবস্থাও বিকল হয়ে পড়েছে সেখানে। হাসপাতালগুলিতে চিকিতসাও প্রায় বন্ধ। অন্ধকার গাজায় এখন শ্মশানের নীরবতা। বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের সাফ কথা,২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েল থেকে অপহরণ করে নিয়ে যাওয়া সব পণবন্দিদের মুক্তি দিতে হবে হামাসকে। তা না হলে ফের আক্রমণ করে গাজার, রাফা সহ প্যালেস্টাইনের সব জায়গা ধুলিসাত করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার আগের দিন গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছিল। এরপর থেকে হামাস বেশ কয়েকজন পণবন্দিদের মুক্তি দেয়। ইজারয়েল সরকারও তাদের দেশে জেলে আটকে থাকা প্যালেস্টাইনীদের পাল্টা মুক্তি দেয়। শুরুতে সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু যুদ্ধবিরতির শর্ত ভেঙে হামাস তাদের ওপর চোরাগোপ্তা আক্রমণ করায় ক্ষুব্ধ ইজরায়েল।
বিদ্যুত কেড়ে গাজাকে 'শাস্তি' ইজরায়েলের
JUST IN - Israel halts electricity supply to the Gaza Strip. pic.twitter.com/OhGxFcjlNV
— Disclose.tv (@disclosetv) March 9, 2025
পাশাপাশি হামাস আর পণবন্দিদের মুক্তি দিতে রাজি নয়। হামাসের এমন অনড় অবস্থানে ক্ষুব্ধ হয়ে ইজরায়েল ফের যুদ্ধ শুরু করে চাইছে। ট্রাম্প পুরোপুরি পাশে থাকায় এবার হামাসকে পুরোপুরি নির্মুল করতে চাইছে ইজরায়েল। ট্রাম্পের দাবি, গাজাকে নতুন করে সাজিয়ে তা অধিগ্রহণ করবে আমেরিকা।