অভিনেত্রী রন্যা রাওকে (Ranya Rao) তোলা হল আদালতে। সোনা পাচার (Gold Smuggling) মামলায় অভিযুক্ত কন্নড় অভিনেত্রী শুক্রবার বেঙ্গালুরুর এক বিশেষ আদালতে তোলা হয়। দুবাই থেকে ১৪.৮ কেজি সোনা নিজের পোশাকের বেল্টে লুকিয়ে বেঙ্গালুরুতে হাজির হন কন্নড় অভিনেত্রী। গোপণ সূত্রে খবর পেয়ে রন্যাকে বিমানবন্দরে আটকানো হলে, সেখানে তাঁর চেকিং হয়। যেখান থেকে উদ্ধার করা হয় ১৪.৮ কেজি সোনার বার। প্রসঙ্গত মাণিক্য, পাটাকির মত কন্নড় সিনেমায় অভিনয় করেন রন্যা। কন্নড়ের পাশাপাশি তামিল সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় রন্যা রাওকে। কন্নড়ের পাশাপাশি তামিল ছবিতেও অভিনয় করতে দেখা যায় রন্যাকে।
সোনা পাচার মামলায় অভিযুক্ত রন্যা রাওকে তোলা হল আদালতে...
#WATCH | Bengaluru | Kannada actor Ranya Rao, arrested by DRI for allegedly smuggling gold from Dubai, brought to a special court hearing cases of economic offences pic.twitter.com/7w3E38qYwV
— ANI (@ANI) March 7, 2025
১০ মার্চ পর্যন্ত ডিআরআই হেফাজতে থাকবেন রন্যা। জানা আদালত...
#WATCH | Bengaluru, Karnataka | Kannada actor Ranya Rao arrested by DRI for allegedly smuggling gold from Dubai. The court remanded her to DRI custody till March 10. pic.twitter.com/vIDhxqpTva
— ANI (@ANI) March 7, 2025