Kannada Actress Ranya Rao (Photo Credit: X)

বেঙ্গালুরু, ৭ মার্চ: সোনা পাচারের (Gold Smuggling) অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিনেত্রী রন্যা রাওকে (Ranya Rao)। গ্রেফতারির পর অভিনেত্রী স্বীকার করেন, দুবাই থেকে বেঙ্গালুরুতে ফেরার পথে তাঁর কাছে ১৭ কেজি সোনা ছিল। ১৭ কেজি সোনার বার নিয়েই তিনি দুবাই (Dubai) থেকে ভারতে (India) ফেরেন। পাশপাশি দুবাইতে গিয়ে তিনি কোথায়, কী করেন, সে বিষয়েও সমস্ত তথ্য রন্যা পুলিশকে দিয়েছেন বলে রিপোর্টে প্রকাশ।

জেরায় কন্নড় অভিনেত্রী তথা আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের সৎ কন্যা বলেন, 'আমি ইউরোপ, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি,দুবাই, সৌদি আরব, সর্বত্র গিয়েছি। ফলে বর্তমানে আমি ক্লান্ত। বিশ্রামের সময় পর্যন্ত পাইনি।' আইপিএস অফিসার তাঁর সৎ বাবা হলেও, রিয়েল এস্টেট ব্যবসায়ী কে এস হেডগেসের মেয়ে তিনি। তাঁর স্বামী যতীন হুক্কেরি একজন আর্কিটেক্ট।

আরও পড়ুন: Actress Ranya Rao Arrested For Gold Smuggling: দুবাইতে বিপুল রোজগার, পোশাকের সঙ্গে সোনা বেধে পাচার করতেন অভিনেত্রী, আইপিএস-কন্যার গ্রেফতারিতে তোলপাড়

জানা যচ্ছে, জেরার সময় রন্যা রাওকে খাবার দেওয়া হয়। তবে তিনি তা খেতে অস্বীকার করেন। তাঁর খিদে নেই বলে খাবার ফিরিয়ে দেন রন্যা।

গত সোমবার রাতে বেঙ্গালুরু কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে কন্নড় অভিনেত্রী রন্যা রাওকে গ্রেফতার করা হয়। পোশাকের ভিতরেে সোনার বার লুকিয়ে রন্যা দুবাই থেকে ভারতে ফেরেন। গোপণ সূত্রে খবর পেয়ে রন্যাকে বিমানবন্দরে আটকানো হয়। ওই সময় রন্যা নিজেকে আইপিএস অফিসারের মেয়ে বলে জানান। তবে তাতে কাজ হয়নি। রন্যাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর রন্যা পোশাকে থাকা বেল্টের মধ্যে থেকে উদ্ধার করা হয় ১৪.৮ কেজি সোনা। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে শুরু হয়ে যায় তোলপাড়। বর্তমানে রন্যা রাওকে ১৮ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

মাণিক্য, পাটাকির মত কন্নড় সিনেমায় অভিনয় করেন রন্যা। কন্নড়ের পাশাপাশি তামিল সিনেমাতেও অভিনয় করতে দেখা যায় রন্যা রাওকে।