দিল্লি, ২০ সেপ্টেম্বর: রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ যে নেওয়া হবে, তা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। শুক্রবারের কেন্দ্রীয় সরকারের বড়সড় সিদ্ধান্তে নতুন করে বিনিয়োগের আশা দেখছে বাজার। বিশেষজ্ঞদের মতে, কর হ্রাস করার সিদ্ধান্ত-সহ অর্থনীতি চাঙ্গা করার একাধিক সরকারি পদক্ষেপের জেরে প্রভাবিত হয়েছেন বিনিয়োগকারীরা। শুক্রবার গোয়ায় এক সাংবাদিক সম্মেলনে সকালেই দেশীয় কর্পোরেট সংস্থার উপর থেকে করের বোঝা কমানো বিষয়টি ঘোষণা করেন নির্মলা সীতারমণ। এখন ৩০ শতাংশ কমে ২৫.১৭ শতাংশ হল নয়া করের পরিমাণ। এর মধ্যে সারচার্জ এবং সেসও যুক্ত করা হয়েছে। এই অর্থবর্ষ থেকে নয়া কর কার্যকর হবে বলেই জানান তিনি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই করের বোঝা (corporate tax rate) কমানোর সিদ্ধান্তে বেজায় খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলেছেন, তাঁর মতে এবার মেকইন ইন্ডিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। এতে ব্যাবসায়িক ক্ষেত্রে প্রতিযোগীতা বাড়বে, চাকরির সুযোগ তৈরি হবে। ১৩০ কোটির ভারত আবার লাভের মুখ দেখবে। এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “ফরেন পোর্টফলিও ইনভেস্টরস বা এফপিআই-আর এর উপর চড়া সারচার্জ বসানো হয়েছিল। তবে এবার থেকে দেশীয় কর্পোরেট সংস্থাগুলিকে সেই অত্যধিক করের বোঝা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।” কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। সেনসেক্স ২০০০ এবং নিফটি ৬০০-র বেশি পয়েন্টে ঘোরাফেরা করছে। ইয়েস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, মারুতি, হিরো মোটোকর্প, কোটাক ব্যাংক, এইচইউএল, এম অ্যান্ড এম, বাজাজ অটোর শেয়ারও যথেষ্ট চাঙ্গা।
The step to cut corporate tax is historic. It will give a great stimulus to #MakeInIndia, attract private investment from across the globe, improve competitiveness of our private sector, create more jobs and result in a win-win for 130 crore Indians. https://t.co/4yNwqyzImE
— Narendra Modi (@narendramodi) September 20, 2019
The announcements in the last few weeks clearly demonstrate that our government is leaving no stone unturned to make India a better place to do business, improve opportunities for all sections of society and increase prosperity to make India a $5 Trillion economy.
— Narendra Modi (@narendramodi) September 20, 2019
Announcement of corporate tax rate cut certainly a bold step and booster for Indian economy.
Congratulation @nsitharaman#corporatetax #Thetaxrelief #sensex
— Ankit Rastogi (@Ankitrastogi03) September 20, 2019
Wow! This is a Great turnaround by the #FinanceMinister @nsitharaman.The cut in #Corporatetax should revive growth.Also,
incentive for new manufacturers is better late than never! It is clear that this government cares & takes feedback seriously
Now we can ask "How's the Josh?☺️" https://t.co/GgxGqTcLuo
— मालिनी अवस्थी (@maliniawasthi) September 20, 2019
Big Announcement by #FinanceMinister #NirmalaSitaraman ji to cut #CorporateTax. Plenty of positives, existing Corporates to prosper, new #Investment, new #Employment & a huge boost to the #economy. Thank you PM @narendramodi ji & FM @nsitharaman ji. #GSTCouncil #HowdyModi pic.twitter.com/R8aEMb0gax
— Ajay Sancheti (@sancheti_ajay) September 20, 2019
এদিকে গত এক সপ্তাহ ধরে সেনসেক্স কার্যত নামছিল। শুক্রবারও তার ব্যতিক্রম ছিল না। আগের দিন বন্ধের তুলনায় কখনও সামান্য বাড়ছিল, আবার কিছুক্ষণ পরেই তা নেমে যাচ্ছিল। এই পরিস্থিতিতে শুক্রবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেন, দেশীয় সংস্থাগুলির জন্য কর্পোরেট কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫.২ শতাংশ (সমস্ত সারচার্জ সহ) করা হচ্ছে। নয়া এই নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর থেকে। এছাড়াও নতুন উৎপাদন শিল্পে বিনিয়োগ করলে সে ক্ষেত্রেও বড়সড় ছাড়ের ঘোষণা করেন নির্মলা সীতারমণ। শুক্রবারের এই টনিকেও আগামী সোমবার থেকে কয়েক দিনের জন্য কিছুটা সংশোধন হতে পারে। তবে সেটা খুব বেশি নয়। অর্থাৎ আবার আগের অবস্থায় ফিরে যাবে, এমন পরস্থিতি হওয়ার সম্ভাবনা কার্যত নেই। আবার বাজার বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এটাই বাজারে স্থায়ী উত্থান হয়ে উঠতে পারে। অর্থাৎ এখান থেকে ধীরে ধীরে আরও উপরে ওঠার সম্ভাবনাও রয়েছে।