Photo Credits: ANI

নয়াদিল্লি: স্বাস্থ্যের (health) বিষয়ে ভারতের (India) দূরদূষ্টি (vision) সবসময়ই বিশ্বজনীন (universal)। বুধবার 'অ্যাডভান্টেজ হেলথকেয়ার ইন্ডিয়া ২০২৩- এক বিশ্ব এক স্বাস্থ্য (One Earth, One Health – Advantage Healthcare India 2023)' শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

এপ্রসঙ্গে তিনি বলেন, "হাজার হাজার বছর আগে যখন বিশ্বব্যাপী মহামারির (global pandemics) কোনও বিষয় ছিল তখনও স্বাস্থ্যের বিষয়ে ভারতের দূরদৃষ্টি বিশ্বজনীন ছিল। আজকে যখন আমরা এক বিশ্ব এক স্বাস্থ্যের (One Earth One health) কথা বলছি তখন সেটা একই চিন্তার ফসল। আর স্বাস্থ্য়ের বিষয়ে ভারতে ধারণা শুধুমাত্র অসুস্থতাকে রোখা নয়, আমাদের লক্ষ্য হল সবার জন্য সুস্বাস্থ্য ও কল্যাণমূলক কাজ করা। আমাদের লক্ষ্য শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা বজায় রাখা।"

বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ভারতীয়দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, "যখনই প্রতিভার কথা আসে তখন গোটা বিশ্ব দেখতে পায় ভারতীয় চিকিৎসদের (Indian doctors) দক্ষতা। ভারত এবং ভারতের বাইরেও তাঁদের কর্মদক্ষতার গুণগান করে। আমাদের চিকিৎসকরা তাঁদের প্রতিভা ও কাজের প্রতি ভালোবাসার জন্য সারা বিশ্বের কাছে সম্মান পান। আর যখন আমাদের পবিত্র চিকিৎসা ব্যবস্থার (holistic healthcare) কথা আসে তখন ভারত অনেক শক্তিশালী দেখায়। আমাদের কাছে প্রতিভা আছে, আমাদের কাছে প্রযুক্তি আছে। ট্র্যাক রেকর্ড ও ঐতিহ্য রয়েছে আমাদের। ভ্যাকসিন ও ওষুধের সাহায্যে বিভিন্ন দেশের সঙ্গে হাত মিলিয়ে মানুষের প্রাণ রক্ষার নিযুক্ত থাকার জন্য ভারত সবসময় গর্ব অনুভব করে।"