Petrol-Diesel Price: আজ অপরিবর্তিত রইল পেট্রল-ডিজেলের দাম, কলকাতায় কত?
পেট্রল-ডিজেল (Representational Image | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩ জুন: ভোগান্তির শেষ নেই। ক্রমশ বহুমূল্য হয়ে পড়ছে জ্বালানি তেলের দাম। আবার সর্ষের তেলের দামও আকাশছোঁয়া। সবমিলিয়ে আরেক ভোগান্তির মুখোমুখি সাধারণ মানুষ। মেট্রো শহরগুলির মধ্যে মুম্বইয়ে দিনকয়েক আগেই সেঞ্চুরি করেছে পেট্রলের দাম (Petrol Price)। বাণিজ্যনগরীতে ডিজেলের দামও (Diesel Price) ১০০ ছুঁতে আর বেশি দেরি নেই। তবে, আজ বৃহস্পতিবার দেশজুড়ে জ্বালানি তেলের দাম (Fuel Price) অপরিবর্তিতই রইল। এই নিয়ে পরপর ২ দিন জ্বালানির দাম একই রইল। ফলে খানিক স্বস্তি সাধারণ মানুষের।

আজ রাজধানী দিল্লিতে পেট্রলের দাম রয়েছে লিটারপ্রতি ৯৪.৪৯ টাকা এবং ডিজেলের লিটারপ্রতি দাম ৮৫.৩৮ টাকা। বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রলের দাম লিটারপ্রতি ১০০.৭২ টাকা। ডিজেলের দাম লিটারপ্রতি ৯২.৬৯ টাকা। গত ২৯ মে ১০০ ছুঁয়েছে পেট্রলের দাম। কলকাতায় (Kolkata) পেট্রলের দাম দাঁড়িয়ে ৯৪.৫০ পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম রয়েছে ৮৮.২৩ টাকা। দক্ষিণের মেট্রো শহর চেন্নাইতে পেট্রলের দাম রয়েছে ৯৫.৯৯ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটার ৯০.১২ টাকা। চেন্নাই ও মুম্বইতে অনেকটাই বেড়েছে ডিজেলের দাম।

আরও পড়ুন, গ্রীষ্মের দাবদাহের মাঝেই আজ বৃষ্টির সম্ভাবনা; বাংলায় কবে ঢুকছে বর্ষা?

করোনার দাপট, এদিকে রিপোর্ট অনুযায়ী দেশে প্রায় ২ কোটি মানুষ মাস কয়েকে কর্মহীন হয়ে পড়েছে। তারমধ্যে জ্বালানির দাম বৃদ্ধি, দেশের জিডিপি নিম্নমুখী। সবমিলিয়ে দেশ এক চরম অব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়েছে। যার ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্বাভাবিকভাবেই পেট্ৰপণ্যের দাম বৃদ্ধির কারণে সাধারণ জিনিসের দামও বাড়তে থাকবে। কোথা থেকে সেই অর্থের যোগান দেবে সাধারণ মানুষ? তার উত্তর মিলতে কার্যত দিশাহীন সকলেই।