কোভিড (COVID 19) আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যে এবার হানা দিল নরোভাইরাস (Norovirus)। কেরলের এর্নাকুলামের কোচির একটি স্কুলে নরোভাইরাসে পরপর ৬২ পড়ুয়ার শরীরে নরোভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। যার জেরে কোচির ওই স্কুলে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। কোচির কাক্কানাডের যে স্কুলে একের পর এক পড়ুয়া নরোভাইরাসে আক্রান্ত, বন্ধ রাখা হয়েছে সেই স্কুল। আগামী ২-৩ দিন ধরে কাক্কানাডের ওই স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়।
কেরলের (Kerala) স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়, কাক্কানাডের যে বেসরকারি স্কুলে ৬২ জন পড়ুয়ার শরীরে নরোভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে, তার মধ্যে ৫ জন এই আক্রান্ত সম্পূর্ণরূপে। ওই ৫ পড়ুয়ার চিকিৎসা শুরু হয়েছে।
আরও পড়ুন: Norovirus-এর হানাদারি কেরলে, কোভিডকালে নয়া আতঙ্ক দক্ষিণের রাজ্যে
নরোভাইরাস কী?
বাচ্চাদের এক নাগাড়ে বমি এবং ডায়রিয়া হলে, তারা নরোভাইরাসে আক্রান্ত বলে মনে করা হচ্ছে। এক নাগাড়ে বমি এবং ডায়রিয়া হলে, বাচ্চাদের শরীরে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে, তেমনি তাঁদর অসুস্থতাও বাড়তে শুরু করে ক্রমাগত। জল এবং খাবার থেকে এই নরোভাইরাস বাচ্চাদের শরীরে সংক্রমিত হয়। ফলে একজন আক্রান্ত হলে, তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা প্রবল।মাত্রা ১ থেকে ২ দিনের মধ্যে নরোভাইরাসে যে কেউ সংক্রমিত হতে পারেন। এমনকী, নরোভাইরাসে আক্রান্ত হলে, অনেকে তা জানতেই পারেন না। ভাইরাসে সংক্রমিত হলেও, অনেকের শরীরে কোনও উপসর্গ থাকে না বলে খবর। তবে আক্রান্তের শরীরে উপসর্গ না থাকলেও, তিনি ক্রমাগত দুর্বল হতে শুরু করেন।