নতুন দিল্লি, ২২ এপ্রিল: চিকিৎসক, নার্স সহ অন্য স্বাস্থ্যকর্মীদের ( Healthcare Professionals) সুরক্ষায় অর্ডিন্যান্স (Ordinance) আনল কেন্দ্রীয় সরকার। আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Union Minister Prakash Javadekar) অর্ডিন্যান্স আনার কথা ঘোষণা করেন। তিনি বলেছেন, স্বাস্থ্যসেবায় জড়িত কর্মীদের উপর হামলা হলে তা অ-জামিনযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। কেউ দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
জাভড়েকর জানান, নয়া অর্ডিন্যান্স অনুযায়ী মহামারি আইনে (১৮৯৭) সংশোধনী আনা হল। আইন ভাঙলে এবার থেকে জামিন অযোগ্য ধারায় ৩০ দিনের মধ্যে তদন্ত করে মামলার নিষ্পত্তি হবে। আইন ভঙ্গকারীকে ৩ মাস থেকে ৫ বছর পর্যন্ত জেল ও ৫০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। ঘটনায় আঘাত গুরুতর হলে অভিযুক্তর ৬ মাস থেকে ৭ বছর জেল হতে পারে। জরিমানা হবে ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। আরও পড়ুন: COVID-19 Testing Rate Drop: চিনের পাঠানো ব়্যাপিড টেস্ট কিটে ত্রুটি, এক লাফে ৮ হাজার কমল করোনা পরীক্ষা
Amendment to be made to Epidemic Diseases Act, 1897 and Ordinance will be implemented. Such crime will now be cognizable & non-bailable. Investigation will be done within 30 days. Accused can be sentenced from 3 months-5 yrs & penalised from Rs 50,000 upto Rs 2 Lakh: P Javadekar https://t.co/x3B5vjYZ8s
— ANI (@ANI) April 22, 2020
প্রকাশ জাভড়েকর বলেন, "এই মহামারী থেকে দেশকে বাঁচানোর কাজে লেগে থাকা স্বাস্থ্যকর্মীরা দুর্ভাগ্যক্রমে হামলার মুখোমুখি হয়েছেন। তাঁদের বিরুদ্ধে হিংসা বা নিগ্রহের কোনও ঘটনা বরদাস্ত করা হবে না। একটি অর্ডিন্যান্স আনা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনের পর তা কার্যকর হবে।" মন্ত্রী আরও জানান, যদি স্বাস্থ্যসেবা কর্মীদের গাড়ি বা ক্লিনিকের ক্ষতি করা হয়, তবে ক্ষতিগ্রস্ত সম্পত্তির বাজারমূল্যের দ্বিগুণ ক্ষতিপূরণ আদায় হবে অভিযুক্তের কাছ থেকে।