মধ্যমগ্রামের পর এবার ঘোলা (Ghola)। ফের ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল দেহ। তবে এবার কোনও মহিলার দেহ নয়, বরং ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হল এক যুবকের নিথর দেহ। এই ঘটনায় বেশ ভালোই চাঞ্চল্য ছড়িয়েছে ঘোলা এলাকায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন করণ সিং ও কৃষ্ণরাম সিং। মৃত ভাগারাম সিং দুজনেরই পূর্ব পরিচিত ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশসূত্রের খবর কৃষ্ণরামের থেকে ৮ লক্ষ টাকা ধার নিয়েছিলেন ভাগারাম। যেটি শোধ করতে না পারায় তাঁকে খুন করা হয় বলে জানা যাচ্ছে।

ঘোলায় ট্রলি ব্যাগ থেকে উদ্ধার দেহ

জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় বড়বাজার থেকে একটি ট্রলি নিয়ে বড়বাজার থেকে ট্যাক্সিতে ওঠেন কৃষ্ণরাম। সেখান থেকে দমদম নাগেরবাজারে যায় ট্যাক্সি। সেখানে অপেক্ষা করছিলেন করণ। সেও গাড়িতে ওঠে, এরপর দুজনে মিলে সাড়ে ৯টা নাগাদ উত্তর ২৪ পরগনার মুরাগাছা এলাকায় খেপলির বিলের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ি থামাতে বলেন। সেখানে নেমে ট্রলি বের করার সময় সন্দেহ হয় ক্যাব ড্রাইভারের। সে তাঁদের গাড়ি থেকে নামতে দেয় না। এমনকী কৃষ্ণরাম ও করণ যখন বেশি টাকা দিতে চায়, তখন তাঁর সন্দেহ আরও প্রবল হয়। ঘটনাচক্রে সেই সময়ই ঘোলা থানার একটি পুলিশ ভ্যান ওই এলাকা দিয়ে যাচ্ছিল। সেই গাড়ি দেখে হাত দেখিয়ে থামায় ট্যাক্সি চালক।

ক্যাব চালকের তৎপরতায় গ্রেফতার অভিযুক্তরা

এদিকে পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন দুজনে। তারমধ্যে করণকে ধরে ফেলে সেই গাড়ির চালকই। এরপর পুলিশকে সবটা জানালে তাঁরা করণকে গ্রেফতার করে ব্যাগ খুলে উদ্ধার করে ভাগারামের দেহ। দেহটি ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে কৃষ্ণরামে মোবাইল লোকেশন ট্র্যাক করে গিরিশ পার্ক থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে দিওয়ালির সময় ভাগারাম ৮ লক্ষ টাকা চুড়িদার কাপড়ের ব্যবসার জন্য নিয়েছিলেন।

বড়বাজারেই খুন করা হয় ভাগারামকে

পরবর্তীকালে সেই টাকা শোধ না করায় মঙ্গলবার দুপুরে বড়বাজারের ১৬৫ নম্বর মুক্তারামবাবু স্ট্রিটের একটি গুদামে ডাকা হয় ভাগারামকে। সেখানেই কফিতে মাদক মিশিয়ে তা খাইয়ে অচৈতন্য করা হয়। এরপর গলার নলি কেটে খুন করে তাঁকে। তখনই দেহ দড়ি দিয়ে বেঁধে ট্রলিতে ভরে রাখে দুজনে। এরপর সেখান থেকে কাপড় বদলে বড়বাজারে ব্যবসার কাজে চলে যায় কৃষ্ণরাম, অন্যদিকে নাগেরবাজার যায় করণ।