Mutton (Photo Credits: YouTube)

হায়দরাবাদ, ১২ মার্চ: মাটন কারি (Mutton Curry) রান্না অস্বীকার করায় স্ত্রীকে খুন করল স্বামী। এবার তেলাঙ্গানার (Telangana) মাহাবুবাদ এলাকায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে স্ত্রী মাটন রান্না করবেন না বলে জানালে, স্বামী রাগের চোটে তাঁকে খুন করে। মৃতের নাম মালোথ কলাবতী। রিপোর্টে প্রকাশ, মালোথ কলাবতীর মা জানান, তাঁর মেয়ে মাটন কারি রান্না করবেন না বলে জানিয়েছিলেন। রাগের চোটে তাঁর জামাই মেয়েকে খুন করে।

জানা যায়, দুর্ঘটনার রাতে রাতে রান্না নিয়ে কলাবতীর সঙ্গে তাঁর স্বামীর প্রথমে বাদানুবাদ শুরু হয়। পরে সেই বাদানুবাদ খুন পর্যন্ত পৌঁছে যায়।

মাহাবুবাবাদের ঘটনায় পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় এবং শুরু করে তদন্ত। সামান্য রান্না নিয়ে অশান্তির জেরে কলাবতীকে যে তাঁর স্বামী খুন করে ফেলবে, তা বিশ্বাস করতে পারছেন না তাঁদের প্রতিবেশীরাও।