নয়াদিল্লি: ম্যানচেস্টারের ২২ বছর বয়সী তরুণী ১৮ কোটি টাকার বিনিমিয়ে নিজের কুমারীত্ব (Virginity) বিক্রি করলেন। লরা নামের তরুণী তাঁর কুমারিত্ব বিক্রির জন্য দরপত্র দাখিল করেন, হলিউডের এক জনপ্রিয় অভিনেতা কোটি কোটি টাকার বিনিময়ে তাঁর সঙ্গলাভ করলেন।
জানা গিয়েছে, তরুণী তাঁর কুমারীত্ব বিক্রির জন্য একজন এসকর্টের সঙ্গে যোগাযোগ করেন, তাঁকে তাঁর কুমারীত্ব বিক্রি করার কথা বলেন এবং সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বলেন। এরপর সুন্দরী লরার সঙ্গ পেতে ক্রেতাদের লাইন লেগে যায়। অবশেষে, হলি অভিনেতা সর্বোচ্চ দাম দিয়ে লরার সঙ্গ লাভ করেন।
ব্রিটেনের ম্যানচেস্টারের বাসিন্দা লরা ২০২৩ সালের ডিসেম্বর মাসে তাঁর কুমারীত্ব বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২২ বছর বয়সী তরুণী সেখানকার কলেজে পড়ুয়া। কয়েক মাস পরে, বিখ্যাত হলিউড অভিনেতা ১.৬ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা করচ করে তাঁর সঙ্গলাভ করেন। সূত্রে খবর, লন্ডনের একজন রাজনীতিবিদ এবং দুবাইয়ের একজন ব্যবসায়ীও ললার সঙ্গ পাওয়ার লাইনে ছিলেন। জানা গিয়েছে তরুণী বিলাসবহুল জীবন উপভোগ করতে এমন সিধান্ত নেন।তরুণীর দাবি, এ বার তিনি নিশ্চিন্তে নিজের কেরিয়ারের দিকে মন দিতে পারবেন।
১৮ কোটি টাকার বিনিমিয়ে নিজের কুমারীত্ব বিক্রি
a 22 year old British student named Laura sold her virginity for a whopping £1.7 Million which equals to about ₹18 crore through an online auction on an escort agency by the name Cinderella Escorts, in the UK. #laura #uk pic.twitter.com/2rmNQIimC8
— CelebDope📺 (@CelebDope0) March 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)