উদ্ধব ঠাকরে (Photo Credit: PTI)

মুম্বই: মহারাষ্ট্রে কি ফের বদলে যাবে সরকার? এমনই ইঙ্গিত পাওয়া গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিবসেনা (Shiv Sena) (উদ্ধব বালাসাহেব ঠাকরে) (UBT) প্রধান উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বক্তব্যে। শনিবার দলীয় কর্মীদের নিয়ে আয়োজিত একটি রুদ্ধদ্বার বৈঠকে (closed-door meeting) যেকোনও সময় মহারাষ্ট্রে (Maharashtra) মধ্যবর্তী বিধানসভা নির্বাচনের (mid term assembly election) জন্য সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ দিলেন তিনি।

বিধানসভাভিত্তিক কর্মীদের নিয়ে মুম্বইয়ে (Mumbai) আয়োজিত ওই বৈঠকে উদ্ধব ঠাকরে বলেন, "মহারাষ্ট্রে যেকোনও সময়ে ফের বিধানসভা নির্বাচন হতে পারে, তাই আমাদের সমস্ত স্তরে তার প্রস্তুতি সেরে ফেলতে হবে।"

পরে এপ্রসঙ্গে দলের প্রধান মুখপাত্র (chief spokesperson) ও সাংসদ (MP) অরবিন্দ সাওয়ান্ত (Arvind Sawant) বলেন, "সংবিধানগত ভাবে অবৈধ একটি সরকার (An unconstitutional government) বর্তমানে রাজ্যের ক্ষমতায় রয়েছে। যখন সুপ্রিম কোর্টের (Supreme Court) সিদ্ধান্ত (decision) সামনে আসবে তখন এই সরকারের কী হবে আপনারা জানেন।"

সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রে ২ লক্ষ কোটি টাকার প্রকল্প তৈরি হবে বলে ঘোষণা করেছেন। সেই বিষয়টি উল্লেখ করে শিবসেনা সাংসদের দাবি, ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত মেয়াদ থাকলেও রাজ্যে মধ্যবর্তী নির্বাচন করানোর ছক রয়েছে বিজেপির। কারণ, এই একই ধরনের টোপ গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার জন্য দিয়েছে তারা। মহারাষ্ট্রের সম্পর্কেও প্রধানমন্ত্রীর ঘোষণা আগাম নির্বাচনের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন শিবসেনা সাংসদ।

যদিও মহারাষ্ট্রের বর্ষীয়ান বিজেপি নেতা ও বিধান পরিষদ সদস্য প্রভীন দারেকার শিবসেনার এই দাবিকে উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, জুন মাসে ক্ষমতায় আসার পর থেকেই শিন্ডে-ফড়েনবিশ সরকার সাধারণ মানুষের জন্য প্রচুর ভালো কাজ করেছেন। অনেক জনমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফলে ভাঙন ধরেছে উদ্ধবের নেতৃত্বাধীন শিবসেনায়। তাই দলীয় কর্মীদের ধরে রাখতেই এই ধরনের মন্তব্য করছেন উদ্ধব ও তাঁর দলের নেতারা।