
নয়াদিল্লিঃ তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar)। শনিবার মাঝরাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে দিল্লি এইমস হাসপাতালে(Delhi AIIMS) ভর্তি হন তিনি। তিনদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। অবশেষে বুধবার তাঁকে ছাড়া হয় হাসপাতাল থেকে। জানা গিয়েছে, এইমস হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাঃ রাজীব নারাং-এর অধীনে ছিলেন তিনি। প্রথমে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয় উপরাষ্ট্রপতিকে। মেডিক্যাল বোর্ড গঠন করে শুরু হয় চিকিৎসা। অন্যদিকে উপরাষ্ট্রপতির অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়ে রাজনৈতিক মহল। তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালে গিয়ে উপরাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে সামাজিক মাধ্যম এক্সে মোদী লেখেন, “এইমস-এ গেছিলাম এবং উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় জির স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নিয়েছি। আমি তাঁর সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করি।”
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ধনখড়
পাশাপাশি ধনখড়কে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগস্ট ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন জগদীপ ধনখড়। তার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।