Gautam Gambhir (Photo Credit: BCCI/ X)

Gautam Gambhir: ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) বিদেশে টেস্ট সিরিজ শুরু করার আগে ভারতীয় 'এ' দলের সাথে ইংল্যান্ড সফরে যাবেন বলে নতুন রিপোর্ট সামনে এসেছে। আগামী ২০ জুন থেকে লিডসে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ও ইংল্যান্ড। এই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু না হওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের কোনও আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট নেই। এই কদিন খেলোয়াড়রা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL  2025) মরসুম নিয়ে ব্যস্ত থাকবে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে যে গম্ভীর টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় 'এ' দলের সাথে ইংল্যান্ড সফর করবেন কারণ তিনি ভবিষ্যতের দিকে নজর রেখে রিজার্ভ খেলোয়াড়দের সরাসরি অ্যাসেস মূল্যায়ন করতে চান। টাইমস অফ ইন্ডিয়াকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, 'ভারত এ দলের সফরকে রিভাইভ করাটা অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু। দ্রাবিড় এনসিএ ছাড়ার পরে কেবল কয়েকটি 'এ' সিরিজ হয়েছে এবং সেগুলি সবই মার্কি সিরিজের শ্যাডো ট্যুর ছিল।' Gautam Gambhir Hugs Virat Kohli: দেখুন, পার্থের সেঞ্চুরির পর বিরাট কোহলিকে জড়িয়ে ধরলেন কোচ গৌতম গম্ভীর

ভারত 'এ' দলের সঙ্গে যেতে চান গৌতম গম্ভীর

তিনি আরও বলেন যে, 'গম্ভীরও মনে করেন, আরও এ দলের সফর দরকার। সেই কারণেই তিনি পরিস্থিতি সরেজমিনে দেখতে চাইছেন।' তবে গম্ভীর 'এ' দলের কোচ হিসেবে যোগ দেবেন নাকি শুধুই দেখতে যাবেন তা এখনও স্পষ্ট নয়। তার কারণ ভারতের সিনিয়র কোচ কখনও অন্য দলের সঙ্গে সফর করেন না। বিসিসিআই প্রায়ই ভারত 'এ' এবং অনূর্ধ্ব -১৯ সফরে জাতীয় ক্রিকেট একাডেমি (এনসিএ) প্রধান ভিভিএস লক্ষ্মণ সহ নানা কোচ পাঠায়, এবারেও তারা গম্ভীরের জায়গায় গিয়ে তাঁকে রিপোর্ট করতে পারেন। তবে সেই সূত্র জানিয়েছে যে গম্ভীরের ভারত 'এ' দলের সঙ্গে যোগ দেওয়া আসলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের একটা রোডম্যাপ তৈরির জন্য। এই নিয়ে নাকি অস্ট্রেলিয়া থেকে ফেরার পর থেকেই বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন গম্ভীর। সেই কারণেই রিজার্ভ পুলের আরও পরিষ্কার ধারণা পেতে তিনি ভারতীয় 'এ' দলের সঙ্গে সফর করার ইচ্ছা প্রকাশ করেছেন।