Virus Representative Photo (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: ভারতে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV) সংক্রমণের ঘটনা সামনে এসেছে। বেঙ্গালুরু এবং আহমেদাবাদের পর এবার কলকাতায়ও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা দেখা গিয়েছে। চিনের এই ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জন ৷ এদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাসটি নিয়ে ভীতি ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভীতিকর মন্তব্য ছড়াচ্ছে। চিনকে নিয়ে অনেক কুটক্তীকর মিমও শেয়ার করা হচ্ছে। তবে চিনের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছে, শীত এবং বসন্তে এ ধরনের সংক্রমণ হয়েই থাকে। পাশাপাশি দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক জানিয়েছে, ভয়ের কোনও কারণ নেই৷ এখনও পর্যন্ত আইডিএসপি বা আইসিএমআর-এর রিপোর্টে কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি।

হিউম্যান মেটাপনিউমোভাইরাস কি?

হিউম্যান মেটাপনিউমো ভাইরাস হল একটি সাধারণ শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। এটি নতুন আবিষ্কার নয়, বছরের পর বছর ধরে বিভিন্ন দেশ থেকে এই ভাইরাসের কেস সামনে এসেছে। এই সংক্রমণের কোনও নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিউম্যান মেটাপনিউমোভাইরাসের (Human Metapneumovirus) সংক্রমণ সাধারণত ইনফ্লুয়েঞ্জা বা কোভিডের মতোই ছড়ায়। হাঁচি, কাশি থেকে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এই ভাইরাসের সংক্রমণ হতে পারে।

কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিব জানিয়েছে, ২০০১ সাল থেকেই বিশ্বে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস রয়েছে৷ এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই ৷ তবে আইএলআই বা এসএআরআই-এ আক্রান্ত রোগীর উপর নজর রাখতে হবে ৷ সেই সঙ্গে, সাধারণ মানুষের মন থেকে ভ্রান্ত ধারণা দূর করতে সচেতনতা ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের তরফে আরও জানানো হয়েছে, শীতকালে ভাইরাসঘটিত সর্দি, কাশি, জ্বর হওয়া খুব সাধারণ বিষয় ৷ এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই৷ পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে দেশ ৷

করোনা ও হিউম্যান মেটাপনিউমো ভাইরাস কি সমগোত্রীয়?

বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভি ও কোভিড-১৯-এর মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। ভাইরাস দুটিতে শ্বাসযন্ত্র আক্রান্ত হয়। দুটি ভাইরাসই প্রাথমিকভাবে শ্বাসযন্ত্রকে টার্গেট করে। তার ফলে হালকা থেকে গুরুতর সংক্রমণ হয়।

বিষয়টি নিয়ে সোমবার দেশের কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শীর্ষ স্বাস্থ্য় আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠকে HMPV আক্রান্ত ও শ্বাসযন্ত্র সমস্যাজনিত রোগীর উপর নজর রাখার নির্দেশ দেন তিনি৷