Eid Ul-Fitr: খুশির ঈদে মেয়েরা হাতে মেহেন্দির (Mehndi) রঙ লাগাবে না তা কি হয়! চাঁদরাতে দল বেঁধে হাতে মেহেন্দি লাগাতে বসেন মেয়েরা। ঈদের আগে হাতে মেহেন্দির রঙে হাত রাঙিয়ে তোলার আনন্দে মেতে ওঠেন মেয়েরা। ঈদুল ফিতর (Eid Ul-Fitr 2025) বিশ্বের মুসলমান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রচলিত অর্থে ঈদ মানে আনন্দ বা খুশি। অধিকাংশ মুসলিম মহিলা ও মেয়েরা দুহাত ভরতি করে মেহেন্দি পরেন। আপনার জন্য আজ আমরা নিয়ে এসেছি কিছু ট্রেনডিং এবং আকর্ষণীয় মেহেন্দি ডিজাইন।
ঈদের আকর্ষণীয় মেহেন্দি
রঙিন হয়ে উঠুক ঈদ