সাতসকালে দুর্গাপুরে (Durgapur) ভয়াবহ বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। সাইকেল গ্যারেজে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে রাখার কারণে ঘটনাটি ঘটেছে।অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে গ্যারেজের পাশে থাকা স্বাস্থ্যকেন্দ্র। সেই সঙ্গে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী। কিন্তু ততক্ষণে আগুনে ভষ্মীভূত হয়ে যায় ওই গ্যারেজ এবং আশেপাশের বেশ কয়েকটি দোকান। ঘটনাটি ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

সিলিন্ডার ফেঁটে অগ্নিকাণ্ড

জানা যাচ্ছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্গাপুরের ৩ নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকায় অবস্থিত একটি সাইকেল গ্যারেজে বিস্ফোরণ হয়। সেই সময় দোকানে কেউ না থাকায় হতাহতের কোনও খবর না হলেও এই বিস্ফোরণে জেরে কেঁপে ওঠে এলাকা। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে সিলিন্ডার ফেঁটেই বিপত্তি ঘটেছে। আসলে দোকানে ছোট থেকে বড় সবধরনের সিলিন্ডার বেআইনিভাবে রিফিলিং করানো হত। সেই কারণেই মজুত থাকত গ্যাসের সিলিন্ডার।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

এদিকে এই অগ্নিকাণ্ডের জেরে পাশে থাকা একটি মুদির দোকানও পুড়ে ছাঁই হয়ে যায়। এছাড়া ওই এলাকায় থাকা একটি স্বাস্থ্যকেন্দ্রও ঘন্টা দেড়েকের জন্য বন্ধ রাখা হয়। ঘটনাস্থলে দমকল বাহিনী এসে কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।