Jaipur Tragic Accident (Photo Credits: X)

জয়পুর, ২০ ডিসেম্বরঃ রাজস্থানের জয়পুর জেলায় সাংঘাতিক দুর্ঘটনা (Jaipur Accident)। জয়পুর-আজমের মহাসড়কে একটি পেট্রোল পাম্পে এলপিজি এবং সিএনজি ট্রাকের মধ্যে সংঘর্ষে বিধ্বংসী অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। আগুন জ্বলে উঠেছে আস্ত পেট্রোল পাম্পে। জীবন্ত দগ্ধে মৃত্যুর হয়েছে অন্তন্ত ৭ জনের। আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। শুক্রবার ভোররাতের দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পেট্রোল পাম্পের কাছে দাঁড় করানো ছিল কয়েকটি CNG ট্যাঙ্কার। দাঁড়িয়ে ছিল অন্যান্য কয়েকটি গাড়িও। সেখানেই LPG সিলিন্ডার বোঝাই একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে সিএনজি ট্যাঙ্কারে। সংঘর্ষের জেরে আগুন জ্বলে ওঠে গোটা পেট্রোল পাম্পে। ট্রাক-সহ ট্যাঙ্কা এবং কয়েকটি গাড়িও আগুনে পুড়ে গিয়েছে। ভয়াবহ সেই দৃশ্য ধরা পড়েছে পথচলতিদের ক্যামেরায়।

 জয়পুর-আজমের মহাসড়কে পেট্রোল পাম্প যেন অগ্নিকুণ্ড...

শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ জয়পুর-আজমের মহাসড়কে দুর্ঘটনার ভিজুয়্যাল ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। আগুনে পেট্রোল পাম্পটি জ্বলে ওঠার ফলে তা বিশাল এক অগ্নিকুণ্ডের চেহারা নিয়েছিল। বহু কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল সেই আগুন এবং আকাশ জোড়া কালো ধোঁয়া ।

দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য উঠে এসেছে...

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আজমের রোডে দুর্ঘটনাস্থলে ২০টির বেশি ইঞ্জিন আসে। বহুক্ষণের প্রচেষ্টায় আগুন নিভিয়ে শুরু হয় আহত এবং মৃতদেহ উদ্ধারের কাজ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। যাদের মধ্যে ১২-১৫ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে পুলিশ।

ভোররাতের দুর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভোজনলাল শর্মা (Bhajan Lal Sharma)। ঘটনাস্থল খতিয়ে দেখেন। এরপর সেখান থেকে যান হাসপাতালে। আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।