নয়াদিল্লিঃ বাইক(Bike) চোর সন্দেহে দলিত যুবককে বেধড়ক মারধর। সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) ওই নির্মম অত্যাচারের ছবি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের জেলায়। পুলিশ সূত্রে খবর এক যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করে গাছে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। কার্যত আধমরা অবস্থায় দলিত যুবককে উদ্ধার করা হয়।
দলিত যুবকের উপর নৃশংসতা
জানা গিয়েছে ওই যুবকের নাম শ্রবণ কুমার। ভাকরাপুরা গ্রামের বাসিন্দা তিনি। এর আগে ডিসেম্বর মাসে মেলা থেকে একটি বাইক চুরির মামলায় গ্রেফতার হয়েছিল সে। দিনকয়েক আগেই জামিনে মুক্তি পায়। গ্রামে ফেরার পর অন্য একটি বাইক চুরি হতেই সন্দেহের তীর যায় তার দিকে। পুলিশে অভিযোগ আ জানিয়ে ওই যুবকের উপর চড়াও হয় গ্রামবাসীরা। চলে বেধড়ক মারধর। দলিত যুবকের দুই হাত বেঁধে, তারপর উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয় গাছ থেকে। এরপর শুরু হয় অত্যাচার। এমনকী মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে অভিযুক্তরা। ভাইরাল ভিডিয়োটি পুলিশের নজরে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। ডেপুটি সুপারের নির্দেশে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করা হয়। ইতিমধ্যেই আহত যুবকের বয়ান রেকর্ড করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বাইক চোর সন্দেহে দলিত যুবককে গাছে ঝুলিয়ে মারধর
Rajasthan Shocker: Dalit Man Tied Upside Down From Tree, Beaten in Barmerhttps://t.co/MUTJ69MZwx#Rajasthan #Barmer
— LatestLY (@latestly) January 11, 2025