
ফের সুখবর কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য। কেন্দ্রীয় সরকারের কর্মীদের (Central Government Employees) এবার ২% করে ডিএ (DA) বাড়ল। কেন্দ্রীয় মন্ত্রিসভার তরফে ২% ডিএ-র অনুমোদন দেওয়া হয়েছে কর্মীদের জন্য। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা হয়েছে এই খবর। অর্থাৎ অষ্টম পে কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন ৫৩% থেকে ২ শতাংশ বেড়ে ৫৫% হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত এর আগে ২০২৪ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ে। ওই সময় ৫০% থেকে ৫৩% হয় ডিএ বেড়ে। এবার তা ফের ২ শতাংশ বাড়ছে বলে খবর।
ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের...
DA Hike News: Dearness allowance increased to 53% for Central govt employeeshttps://t.co/0nxIPF7eZ8
— ET NOW (@ETNOWlive) March 28, 2025