জয়পুরে চাঞ্চল্যকর ঘটনা। রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বাইরওয়াকে খুনের হুমকি দিয়ে জয়পুর পুলিশের কন্ট্রোল রুমে একটি ফোন এসেছিল। সেই ফোনে হুমকির ঘটনার তদন্তে নেমে জয়পুর পুলিশ কার্যত 'কেঁচো খুঁড়তে কেউটে'র সন্ধান পেল। উপমুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়। এটুকু পড়ে মনে হতেই পারে, এমনটা এখন মাঝেমাঝেই ঘটে। কিন্তু ঘটনাটির আরও একটা মোড় আসে , যখন দেখা যায় গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে ৪ জনই জয়পুর সেন্ট্রাল জেলের বন্দি।
উপমুখ্যমন্ত্রীকে খুনের হুমকি
সেন্ট্রাল জেলের কয়েদিরা জেলে বসেই উপমুখ্যমন্ত্রীকে হুমকি ফোন করেছিলেন। কারণ জয়পুর জেলের কয়েদিরা ১০০ টাকায় প্রতি মিনিট ফোন, একটা ব্যবসা জেলে বসে চালান। সেই ব্যবসায় জেলবন্দিদের ৩ লক্ষ টাকার মত ঋণ হয়ে যায়। সেই কারণেই রাজস্থানের উপমুখ্যমন্ত্রী প্রেম চাঁদ বাইরওয়ার কাছে অর্থ চেয়ে হুমকি ফোন করেছিল এক জেলবন্দি।
উপমুখ্যমন্ত্রীকে খুনের হুমকি জেলবন্দিদের
A day after the Jaipur police control room received a call threatening to kill deputy CM #PremChandBairwa, cops arrested six people, including four inmates of #Jaipur Central Jail, on Thursday.
Know more🔗https://t.co/UeS72UnZeJ#Rajasthan pic.twitter.com/Zr0MX4HAcG
— The Times Of India (@timesofindia) March 28, 2025
জেল থেকে ফোন কল মিনিটে ১০০ টাকা!
জেলে প্রতি মিনিট ফোন ব্যবহারের জন্য ১০০ টাকার ব্যবসা করে জেলবন্দির নাম শাহনীল শর্মা (১৫)। উপমুখ্যমন্ত্রীকে খুনের হুমকি ফোনের পর জয়পুরের ১৫টি জায়গায় তল্লাশী অভিযান চালিয়েছে। তল্লাশীতে গভীর রাতে জয়পুর জেলে গিয়ে ফোন চক্রের হদিশ পেয়ে অবাক তদন্তকারীরা।