উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপি সরকারের ক্ষমতা দখলের আট বছরের বর্ষপূর্তি উপলক্ষ্যে মোরাদাবাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানের মাঝেই দলের দুই নেতার মধ্যে ঘটে গেল টিকটিকি কাণ্ড। ঝাঁপিয়ে পড়ে হাতাহাতি করলেন দুই নেতার সমর্থকেরাও। জানা যাচ্ছে, মোরাদাবাদে বিজেপির বর্ষপূর্তির ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন বিজেপি বিধায়ক রাজেশ সিং। কিন্তু তিনি যখন অনুষ্ঠানস্থলে পৌঁছলেন দেখলেন, ব্লক প্রধান রাজপাল সিং তাঁর প্রধান অতিথির আসন দখল করে বসে আছেন। সেই দৃশ্য দেখেই সাংঘাতিক চটে যান প্রাক্তন বিধায়ক। যা নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বচসা। অশান্তির পরিবেশ এতই বেড়ে ওঠে যে একে অপরের চুল ধরে টানা, গায়ে হাত তোলা - কোনটাই বাদ রাখেননি দুই বিজেপি নেতা এবং তাঁদের সমর্থকেরা। বিজেপির অনুষ্ঠানে বিশৃঙ্খলতার সেই চিত্র উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

বিজেপির বর্ষপূর্তি  অনুষ্ঠানে দুই নেতার মধ্যে টিকটিকি-কাণ্ড

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)