Shab E Qadr: রমজান মাসের লাইলাতুল কদরের (Laylat al-Qadr 2025) রাতকে হাজার হাজার রাতের চেয়ে উত্তম বলে মনে করা হয়। লাইলাতুল কদর বা শবে কদরের (Shab E Qadr 2025) রাতের দোয়া কবুল হয় বলে বিশ্বাস করা হয়। আরও বিশ্বাস করা হয় এই রাতে আল্লাহ তাঁর বান্দাদের সকল পাপ ক্ষমা করে দেন এবং তাঁদের উপর রহমত বর্ষণ করেন। শবে কদরের রাত ইসলামের অন্যতম পবিত্র রাত। আপনার প্রিয়জনদের লাইলাতুল কদরের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিন।



