Earth (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: পৃথিবী ২০২৪ সালে সর্বকালের সবচেয়ে উষ্ণতম বছর (Hottest Year) হিসেবে রেকর্ড গড়েছে। গ্রহটি জলবায়ু (Climate) সীমা অতিক্রম করে গত বছরের বৈশ্বিক গড় তাপমাত্রা সহজেই ছাড়িয়ে গিয়েছে। ইউরোপীয় কমিশনের কোপার্নিকাস জলবায়ু পরিষেবা, যুক্তরাজ্যের আবহাওয়া অফিস এবং জাপানের আবহাওয়া সংস্থা অনুসারে, বছরটি ১৮০০ সালের শেষের দিক থেকে দীর্ঘমেয়াদী উষ্ণায়ন সীমা ১.৫ ডিগ্রি সেলসিয়াস (২.৭ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে।

রেকর্ড তাপমাত্রার প্রাথমিক কারণ হল কয়লা, তেল এবং গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস জমা হওয়া। কোপার্নিকাসের কৌশলগত জলবায়ু প্রধান সামান্থা বার্গেস বলেন, ‘বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস জমা হওয়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, সমুদ্র সহ সমুদ্রের স্তর বৃদ্ধি পেতে থাকে এবং হিমবাহ ও বরফ গলে যেতে থাকে।’

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (C3S) অনুসারে, ২০২৪ সাল শিল্প-পূর্ব সময়ের তুলনায় ১.৬ সেলসিয়াস বেশি উষ্ণ ছিল, যা ২০২৩ সালের আগের রেকর্ড বছরকে সহজেই ছাড়িয়ে গিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রধান জলবায়ু পরিষেবা থেকে আজ প্রকাশিত তথ্য অনুসারে, গত ১০ বছর ধরে বিশ্ব সবচেয়ে উষ্ণতম অবস্থায় রয়েছে, ২০২৪ সালকে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।

বিশ্ব ২০১৫ সালের প্যারিস চুক্তি ভঙ্গ করেছে।  ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে ৯ বছরের মধ্যেই বিশ্বের তাপমাত্রা ২০২৪ সালে প্রথমবারের মত ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। বিজ্ঞানীরা বলছেন, কার্বন নির্গমন কমাতে জরুরি পদক্ষেপ নেয়ার মাধ্যমে এখনও তাপমাত্রা বৃদ্ধির হার কমানো সম্ভব।