প্রতীকী ছবি (Photo Credit- IANS)

স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক। আর সেই সন্দেহে এক যুবকের ওপর ছুরি দিয়ে হামলা চালাল আরেক যুবক। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিল্লির চিনিয়ট বস্তি (Chinyot Basti) এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। যার মধ্যে একজন হামলাকারীর সঙ্গীও ছিলেন বলে খবর। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শুধুই কি পরকীয়া সন্দেহে খুন, নাকি এর পেছনে রয়েছে অন্য কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।

রিক্সাচালকের হামলায় মৃত দুই যুবক

সূত্রের খবর, এদিন দুপুর ২টো নাগাদ বছর ৩০-এর পুনীত নামে এক রিক্সাচালক মাঝরাস্তায় অঙ্কিত (৩৩) নামে এক যুবকের সঙ্গে ঝামেলা শুরু করে। অভিযোগ, অঙ্কিত নাকি পুনীতের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। এই নিয়ে দুজনের বচসা শুরু হয়। পুনীতের সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ৩২ বছর বয়সী রাহুল। এই বচসার মাঝে আচমকাই ছুরি বের করে অঙ্কিতের ওপর হামলা করে পুনীত।

গ্রেফতার মূল অভিযুক্ত

আর এই হামলার মাঝে পড়ে পুনীতের বন্ধু রাহুল ও অঙ্কিত দুজনেই গুরুতর জখম হয়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শুরু হয় চিকিৎসা। তবে তাঁদের শেষরক্ষা হয়নি। ঘন্টাখানেকের মধ্যেই দুই যুবকের মৃত্যু হয়। পুলিশসূত্রে খবর, বছরখানেক আগে পরকীয়া সন্দেহে পুনীত ও তাঁর স্ত্রীর মধ্যে ঝামেলা হয়ছিল। তখন থেকেই তাঁরা আলাদা থাকছেন। এদিকে তাঁদের দুই মেয়েও রয়েছে। এই ঘটনায় অভিযুক্ত পুনীতকে গ্রেফতার করেছে পুলিশ।