Representational Image (Photo Credit: File Photo)

বেঙ্গালুরু, ১২ জুনঃ বাথরুমে স্নান করছিলেন মহিলা। হঠাৎই বাথরুমের জানালার দিকে তাকাতেই মহিলার চোখ পড়ল আরও দুটো চোখের দিকে। নিমেষে হাওয়া হয়ে গেল সেই দুটো চোখ। তবে জানালার বাইরে কে ছিল তা বুঝতে বেশি সময় লাগল না তাঁর। তড়িঘড়ি স্নানঘর থেকে বেরিয়ে প্রতিবেশীর বাড়িতে হানা দেন তিনি। বাথরুমের জানালা থেকে উঁকি মেরে মহিলাকে স্নান করতে দেখার অভিযোগ ওঠে প্রতিবেশী নীতিনের বিরুদ্ধে।

গোপনীয়তা ভঙ্গ করে স্নানরত মহিলাকে লুকিয়ে দেখার অপরাধে শুক্রবার পুলিশ গ্রেফতার করেছে ২৩ বছরের অভিযুক্তকে। পুলিশ এও জানিয়েছেন, অভিযুক্ত নীতিনের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার তদন্তও করা হবে।

পুলিশের কাছে অভিযোগে ৩৮ বছরের ওই গৃহবধূ জানান, ঘটনার দিন দুপুর দেড়টা নাগাদ বাড়ির সমস্ত কাজ শেষ করে স্নান করতে যান তিনি। স্নান করার সময়ে আচমকা তাঁর মনে হয় কেউ যেন তাঁকে দেখছে। বাথরুমের জানালার দিকে তাকাতেই কে যেন ঝপ করে সরে গেল। কিন্তু ততক্ষণে ওই ব্যক্তিকে চিনে ফেলেছেন গৃহবধূ। কিছু পাড়া প্রতিবেশীকে জড়ো করে অভিযুক্ত নীতিনের বাড়িতে হামলা করেন তিনি। শুরুতে নিজের অপরাধ অস্বীকার করলেও গণধোলাইয়ের পর নীতিন স্বীকার করেন তিনি এই জঘন্য কাজ করেছেন।

গত এপ্রিলেই দিল্লি হাইকোর্ট (Delhi High Court) রায় দিয়েছে, বাথরুমে স্নান করা যে কোন ব্যক্তির 'গোপনীয় কাজ'এর মধ্যে পড়ে। যা পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আর সেই গোপনীয়তা কেউ ভঙ্গ করলে অভিযুক্তকে উপযুক্ত শাস্তি পেতে হবে। যৌন হয়রানির মামলায় পুলিশ গ্রেফতার করেছে নীতিনকে।