বাসের মধ্যে হার্ট অ্যাটাক (ছবিঃX)

নয়াদিল্লিঃ রোজের মতো নির্ধারিত সময়ে গন্তব্যে ছুটছিল বাস(Bus)। চালকের(Driver) আসনে বসেছিলেন বছর ৪০ এর কিরণ কুমার। আচমকাই বুকে তীব্র ব্যথা(Chest Pain) অনুভব করেন। এরপরই ধীরে-ধীরে শরীরের প্রতি নিয়ন্ত্রণ হারান তিনি। বিপদ বুঝতে পেরে কোনওরকমে বাসটিকে দাঁড় করান। এরপর কিরণকে নিয়ে নিকটবর্তী হাসপাতালে ছোটেন কনডাক্টর। পরবর্তীতে হাসপাতালেই মৃত্যু হয় ওই চালকের। চিকিৎসকেরা জানান, বাসের মধ্যেই হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তিনি। জানা গিয়েছে, বুধবার সকাল ১১ টা নাগাদ নেলামাঙ্গলা থেকে দাসানপুরে যাচ্ছিল বেঙ্গালুরু মেট্রোপলিটিন ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাস। পথে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনাটি। এই ঘটনায় শোক প্রকাশ করেছে বেঙ্গালুরু মেট্রোপলিটিন ট্রান্সপোর্ট কর্পোরেশন। সংস্থার তরফে জানানো হয়েছে, " অত্যন্ত দুঃখের সঙ্গে ডিপো ৪০ এর ড্রাইভার কিরণ কুমারের অকাল মৃত্যুর কথা ঘোষণা করা হল। গত ৬ নভেম্বর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিএমটিসি)পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে এবং সেই সঙ্গে কিরণ কুমারের আত্মার শান্তি কামনা করে।" প্রসঙ্গত, নিহতের পরিবারে সঙ্গেদেখা করে পাশে তাহকার আশ্বাস দিয়েছেন বেঙ্গালুরু মেট্রোপলিটিন ট্রান্সপোর্ট কর্পোরেশনের উচ্চপদস্থ কর্তারা।

চলন্ত বাসে হার্ট অ্যাটাকে মৃত্যু চালকের