অসমে জিন্স, টি-শার্ট বা লেঙ্গিস পড়ে আর যেতেন পারবেন না স্কুল শিক্ষক-শিক্ষিকারা (school teachers)। অসমে এই নির্দেশই জারি করলেন অসমের হিমন্ত বিশ্ব শর্মার সরকার। শনিবার অসম (Assam) স্কুল দফতরের (school department) পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞতি জারি করে (notification) নির্দেশ পাঠানো হয়েছে প্রতিটি স্কুলে। বলা হয়েছে শিক্ষক-শিক্ষিকারা শুধমাত্র ফর্ম্যাল পোশাকেই (formal attires) স্কুলে যান।
The school teachers in #Assam must be dressed in formal attires only, while jeans, T-shirts and leggings etc. will not be allowed within the school premises, a govt notification has mentioned. pic.twitter.com/fCO8pZZA51
— IANS (@ians_india) May 20, 2023