COVID 19: নিওকভ অনেক বেশি প্রাণঘাতী, করোনার এই নয়া স্ট্রেন কি আতঙ্কের? কী বলছে গবেষণা
Coronavirus | Representational Image (Photo Credits: Pixabay)

দিল্লি, ২৯ জানুয়ারি:  করোনার Coronavirus) নতুন স্ট্রেন নিওকভ নিয়ে জোর আলোচনা চলছে বিভিন্ন মহলে। নিওকভ (NeoCoV) স্ট্রেন ডেল্টার মতোই প্রাণঘাতী। দক্ষিণ আফ্রিকায় করোনার এই স্ট্রেনের হদিশ মিলেছে। সম্প্রতি চিনের গবেষকদের তরফে এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসায় আতঙ্ক ছড়াতে শুরু করেছে। তবে নিওকভকে নিয়ে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এমনই জানালেন বিশিষ্ট চিকিৎসক রাজীব জয়দেবন।

ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুযায়ী, নিওকভ নিয়ে বর্তমানে খবর ছড়াতে শুরু করেছে। তবে এই মুহূর্তে নিওকভ নিয়ে আতঙ্কিত হওয়ার, ভয় পাওয়ার কোনও কারণ নেই। নিওকভ  করোনার (COVID 19)  কোনও নতুন ভ্যারিয়েন্ট নয়। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব মেলে। নিওকভকে মার্সকভের পূর্ব পুরুষ বললেও কোনও ক্ষতি নেই বলে জানান ওই চিকিৎসক।

আরও পড়ুন:  Lionel Messi: কোভিড থেকে সেরে উঠে ৩ ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন মেসি

পাশাপাশি এই নিওকভ এখনও মানুষের শরীরে প্রবেশ করেনি। নিওকভের জেরে কারও মৃত্যু হয়েছে, এমন খবরও মেলেনি। প্রসঙ্গত নিওকভ শুধুমাত্র বাদুড়ের শরীরে মিলেছে। দক্ষিণ আফ্রিকায় (South Africa)  এক শ্রেণির পুরুষ বাদুড়ের শরীরেই করোনার এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে বলে খবর।

জানা যাচ্ছে, ২০১০ সালে মার্সকভ থাবা বসায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং দক্ষিণ কোরিয়ায় থাবা বসায়।