![](https://bnst1.latestly.com/uploads/images/2025/02/2-209881954.jpg?width=380&height=214)
ফের এক অমৃতস্নানের তিথি। ভারতের ধর্মপ্রেমী মানুষের কাছে এই মাঘীপূর্ণিমা খুবই পবিত্র। কথায় আছে মাঘী পূর্ণিমায় নদী-জলাশয়ের জল পবিত্র হয়ে যায়। পুণ্য সময় মেনে স্নান সারলে পাপস্খলনের অনেক সুযোগ থাকে। তাই বুধবার ফের ( Mahakumbh 2025 ) জনসমুদ্র। এমন মাহেন্দ্রক্ষণে পুণ্যস্নানে ( Holy Dip ) মোক্ষলাভ হয়, বিশ্বাস বহু পুণ্যার্থীদের। মাঘী পূর্ণিমায় প্রয়াগ সঙ্গমে ( Prayag Raj ) তাই উপচে পড়া ভিড়। মনে করা হচ্ছে প্রায় ২ কোটিরও বেশি মানুষ স্নান সেরেছেন পুণ্য তিথিতে। সূত্র বলছে মঙ্গলবার দেড় কোটির বেশি মানুষ মহাকুম্ভে (Mahakumbh 2025) স্নান সেরেছেন। এবার সেই সংখ্যাকে ছাপিয়ে বুধবারের মাঘী পূর্ণিমার অমৃত স্নান।
গত কয়েকদিন আগে মৌনী অমাবস্যার অমৃত স্নান ঘিরে মহা বিপর্যয় ঘটে যায়। পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়। কিন্তু মানুষের ঢল কমছে না, বরং বেড়েই চলেছে। বুধবার গোটা পরিস্থিতির (Mahakumbh 2025) উপর নজর রাখতে খোলা হয়েছিল কন্ট্রোল রুম। লখনউ থেকে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর আবাসস্থলেও খোলা হয়েছিল বিশেষ কন্ট্রোল রুম। ভোর চারটে থেকে সিসিটিভির মাধ্যমে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। তিনি ছাড়াও সেখানে ছিলেন উত্তরপ্রদেশ সরকারের উচ্চপদস্থ পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরাও।
হিন্দু ধর্মে, মহাকুম্ভের সময় অমৃত স্নানের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাকুম্ভে স্নান করলে কোনও ব্যক্তির শরীর পবিত্র হয় এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন। মোক্ষ লাভের পথ প্রশস্ত হয়।১৩ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছিল মহাকুম্ভ। ১৪৪ বছর পর ফের হাজির হয়েছে মহাকুম্ভের মহা যোগ। জ্যোতিষ শাস্ত্র বলছে ১২টি পূর্ণ কুম্ভের চক্র সম্পন্ন হলে আবার ১৪৪ বছর পরেই আয়োজিত হবে এই মহাকুম্ভ। এরপর মকর সংক্রান্তির দিনে অনুষ্ঠিত হয় প্রথম অমৃত স্নান, মৌনী অমাবস্যার দিনে দ্বিতীয় অমৃত স্নান এবং বসন্ত পঞ্চমীর শুভ ক্ষণে তৃতীয় অমৃত স্নান করেন নাগা সাধু, সন্ন্যাসী, সাধারণ মানুষ, পুণ্যার্থীরা। মাঘী পূর্ণিমা এবং মহাশিবরাত্রির দিন অনুষ্ঠিত দুই স্নান অমৃত স্নান নয়। এই দুই দিনের বিশেষ স্নান রাজকীয় স্নান নামে পরিচিত। শেষ এবং আগামী স্নান হবে মহাশিবরাত্রির দিন।