KKR head coach Chandrakant Pandit (left), mentor Dwayne Bravo (middle) and captain Ajinkya Rahane (right) (Photo credit: X @KKRiders)

KKR Practice Match for IPL 2025 Live Streaming: আগামী শনিবার, ২২ মার্চ থেকে আইপিএল ২০২৫-এর অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কেকেআর-এর প্রতিপক্ষ আরসিবি। তার আগে আজ, শনিবার ইডেন গার্ডেন্সে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আজ, শনিবার দলের ক্রিকেটারদের ভাগাভাগি করে ইন্টার স্কোয়াড ম্যাচ খেলছে কেকেআর। আজিঙ্কা রাহানের নেতৃত্বে টিম পার্পেল (বেগুনী দল) বনাম ভেঙ্কটেশ আইয়ারের টিম গোল্ড (সোনাালী দল)-এই দুটি দল এই প্র্যাকটিশ ম্যাচে খেলছে।

টিম পার্পেলের চাই ২১৭ রান

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ভেঙ্কটেশ আইয়ারের টিম গোল্ড ২১৬ রান করছে। রাহানের দলের হয়ে খেলছেন কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, রিঙঅকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অঙ্কুল রায়-রা। অন্যদিকে, ভেঙ্কটেশ আইয়ারের দল 'টিম পার্পেল'-এর হয়ে খেলছেন রহমনুল্লা গুরবাজ, মণীশ পান্ডে, মইন আলি, চেতন সাকারিয়া-রা।

দেখুন কেকেআর-এর প্র্যাকটিশ ম্যাচ সরাসরি

খেলাটি সরাসরি কেকেআর-এর  অফিসিয়াল অ্যাপে দেখা যাচ্ছে

সরাসরি ম্যাচটি কেকেআর-এর অফিসিয়াল অ্যাপে বিনামূল্যে দেখা যাচ্ছে। অ্যাপটি প্লে স্টোর থেকে বিনামূল্যে ইনস্টল করে সাইন ইন করলেই খেলাটি দেখা যাচ্ছে।