ISIS Leader Killed in Iraq (Photo Credits: X)

একটা সঠিক নিশানা আর নিমেষে শেষ আইসিস (Islamic State) জঙ্গি গোষ্ঠীর আবদাল্লা মক্কি মুসলিহ আল-রুফাই ওরফে আবু খাদিজা (Abu Khadija)। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে আবদাল্লার। তাঁর গাড়ি লক্ষ্য করে আকাশথে ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র। একেবারে নিখুঁত নিশানা, সাংঘাতিক বিস্ফোরণ আর মুহূর্তে সব শেষ। আইএস জঙ্গিগোষ্ঠীর ‘গ্লোবাল অপারেশন’-এর প্রধানের মৃত্যতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

ইরাকের গোয়েন্দা দফতর এবং নিরাপত্তাবাহিনীর সঙ্গে মার্কিন বাহিনী হাত মিলিয়ে আইসিস (ISIS) জঙ্গিগোষ্ঠী দমন অভিযান শুরু করেছিল। ইরাকের (Iraq) আল আনবার প্রদেশে চলছিল অভিযান। ইসলামিক স্টেটের প্রধানের খুন এই অভিযানে বড় সাফল্য এনে দিয়েছে। এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, 'অনেক দিন ধরেই তার খোঁজ চলছিল। অবশেষে খতম ইরাকে আইএস-এর অন্যতম মাথা'।

আকাশপথে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিরল মুহূর্তঃ

জানা যাচ্ছে, আবদাল্লা এবং তাঁর এক সঙ্গীকে গাড়িতে যাওয়ার সময়ে চিহ্নিত করা হয়। আকাশপথে ছোঁড়া হয়। একেবারে সঠিক নিশানায় গিয়ে বিস্ফোরিত হয় মার্কিন ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের পরে পরেই ওই এলাকায় যায় মার্কিন বাহিনী সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং ইরাকের বাহিনী। তারাই উদ্ধার করে আবদাল্লা মক্কি এবং তাঁর সঙ্গীর দেহ। ডিএন পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে আইসিস প্রধানকে। দুই মৃতদেহে বিস্ফোরক বাধা পোশাক ছিল। শুরু তাই নয়, তাদের গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র।