
মুম্বই, ১৩মার্চ: ফের প্রেমে পড়লেন আমির খান (Aamir Khan)। এবার বন্ধু গৌরী স্প্রাতের (Gauri Spratt) সঙ্গে ডেট করছেন বলিউড (Bollywood) অভিনেতা। ৬০তম জন্মদিনে নিজের মুখেই এই কথা স্বীকার করেন আমির খান। প্রায় ২৫ বছর ধরে বন্ধু গৌরীকে চেনেন আমির খান। তবে এতদিন তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই চিল। আমিরের প্রযোজনা সংস্থায় কর্মরতগৌরী স্প্রাত। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর সঙ্গেই এবার ৬০ অভিনেতা ডেট করছেন বলে জানান।
বর্তমানে গৌরী স্প্রাতের সঙ্গে থাকছেন আমির খান। গৌরী এবং তাঁর ৬ বছরের ছেলের সঙ্গে থাকছেন আমির খান। গৌরীর পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। গৌরীর পরিবারের প্রত্যেকে তাঁদের সম্পর্ক নিয়ে খুশি বলেও জানান আমির খান।
এসবের পাশাপাশি আমির খান আরও জানান, গৌরীর সঙ্গে তিনি খুশি। খুব সুন্দরভাবে তাঁদের দিন কাটছে বলেও আমির জানান। তবে আমিরের বেশি ছবি গৌরী দেখেননি। লগন, দঙ্গলের মত কয়েকটি মাত্র সিনেমা তিনি দেখেছেন বলেও জানান বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।