Cat, Representational Image (Photo Credit: Pixabay)

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমশ ভয় ধরাচ্ছে বার্ড ফ্লু। এই আতঙ্কের মধ্যেই এবার পোষ্যদের মধ্যেও ঢুকে পড়ল H5N1 বার্ড ফ্লু। আমেরিকার ব্যস্ততম শহর নিউ ইয়র্কের দুটি বিড়ালের বার্ড ফ্লু রিপোর্ট পজেটিভ এল। দুটি আলাদা বাড়ির বাসিন্দা বিড়াল দুটির শরীর খারাপ হওয়ার পর তাদের মালিকরা পশু চিকিতসকদের কাছে নিয়ে গেলে, তাদের শারীরিক পরীক্ষা করা হয়। পরে তাদের রিপোর্টে দেখা যায় বিড়াল দুটি Bird Flu-তে আক্রান্ত হয়েছে। আমেরিকায় এভাবে কোনও পোষ্যর দেহে এই প্রথম বার্ড ফ্লু-র সন্ধান মিলল। বিড়ালদের মধ্যে বার্ড ফ্লু ধরা পড়া. নিউ ইয়র্ক সিটি জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। বিড়াল সহ পোষ্য প্রাণীদের কাঁচা মাংস না খাওয়াতে আবেদন জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিড়ালদের ঘর থেকে বাইরে বের না করার পরামর্শ

বিড়ালদের ঘর থেকে বাইরে বের করা বা পার্কে নিয়ে যেতে পোষ্যদে মালিকদের আবেদন করা হয়েছে। তবে উদ্বেগের মাঝেও স্বস্তির খবর মানুষদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।

মার্কিন মুলুকে বার্ড ফ্লু পরিস্থিতি

প্রসঙ্গত, চলতি মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ৭০ জন মানুষ বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট ১৩টি রাজ্যের মানুষ H5N1 বার্ড ফ্লু ভাইরাসের শিকার। তাদের মধ্যে বেশীরভাগই ক্য়ালিফোর্নিয়ায়। লুসিয়ানায় একজন ব্যক্তি বার্ড ফ্লুতে মারা গিয়েছে।