Janhvi Kapoor Voices Strong Reaction to Deadly Vadodara Car Crash. (Photo Credits: X)

Vadodara Car Crash: গুজরাটের ভদোদরায় মদ্যপান করে দুর্ঘটনা কাণ্ডে ক্ষোভে ফেটে পড়লেন পড়লেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। পুলিশের ভূমিকা নিয়েও ঘুরিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শ্রীদেবী কন্যা। ভদোদরায় তীব্র গতিতে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনায় জড়িয়ে পড়ে চালক রক্ষিত রবীশ চৌরাসিয়া নামের এক যুবক। বৃহস্পতিবার রাতে করেলিবাগ এলাকায় মদ্যপ অবস্থা থাকা রক্ষিতের ১৫০ কিলোমিটার গতিতে গাড়ি পিষে ফেলে এক মহিলাকে। ২৩ বছরের সেই যুবকের গাড়ির ধাক্কায় মারা যান স্কুটি চালিয়ে বাড়ি ফেরা সেই মহিলা। নিয়ন্ত্রণহীন সেই গাড়ির ধাক্কায় জখম হন আরও চারজন। আর এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বলিউডের তারকা অভিনেত্রী জাহ্নবী কাপুর। ভদোদরায় দুর্ঘটনা নিয়ে শ্রীদেবী কন্যা বললেন, এটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। ও মদ্যপান করুক, বা না করুক, ঘটনাটা একটাই মর্মান্তিক যে কেউ কীভাবে এমন একটা জঘন্য কাজ করে কেউ পালিয়ে যেতা পের সেটা ভেবে খারাপ লাগে।"

প্রসঙ্গত, দুর্ঘটনার পর পুলিশের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে নিজেকে বাঁচানোর কথা বলে যান অভিযুক্ত গাড়ির চালক রক্ষিত চৌরাসিয়া। ভিডিয়োটি ভাইরাল হতেই তীব্র সমালবোচনার ঝড় বয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় এই দুর্ঘটনা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর ভদোদরার পুলিশ রক্ষিতকে গ্রেফতার করে। অভিযুক্তর দাবি, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন না। রাস্তায় গর্ত এড়াতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি আইনের চাত্রী বলে জানা গিয়েছে।

ক্ষোভে ফেটে পড়লেন জাহ্নবী কাপুর

ভোদদরায় মত্ত অবস্থায় থাকা চালকের ভয়াবহ গাড়ি দুর্ঘটনা

 

মোদীর রাজ্যে এই পথ দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, একটি গাড়ি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারছে। এরপর একজন গাড়ির দরজা খুলে বেরিয়ে জোরে চিতকার করে বলছেন, আমি নয়, আমি নয়। তারপর গাড়ির চালকের সিট থেকে বের হয়ে রক্ষিত অসংলগ্ন কথা বলতে শুরু করেন। সেই সময় তিনি চিৎকার করে বলেন, "আরেক রাউন্ড, আরেক রাউন্ড।" তার মাঝে মাঝে বলছিলেন, "ওম নমঃ শিবায়।"