
নয়াদিল্লিঃ আগামীকাল অর্থাৎ শুক্রবার ৬০-এ পা দেবেন বলিউডের(Bollywood) 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খান(Aamir Khan)। আর ৬০তম জন্মদিনের আগেই তাঁর বাড়িতে হাজির বলিউডের আরও দুই খান। বুধবার অভিনেতার মুম্বইয়ের(Mumbai) বাড়িতে হাজির হন শাহরুখ খান(Shah Rukh Khan) এবং সলমন খান(Salman khan)। এদিন আমিরের বাড়ির সামনে পাপারাজ্জিদেরর ক্যামেরায় ধরা পড়েছে দুই খানের ছবি। পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। এদিন এক ফ্রেমে ধরা দেন আমির ও ভাইজান। সলমনের পরনে ছিল সাদা শার্ট। তার কিছুক্ষণ পরই আমিরের বাসভবনে হাজির হন বলিউড বাদশাহ। নিজেকে হুডি আর ছাতার আড়ালেই রেখেছিলেন কিং খান।
আমির খানের বাড়িতে হাজির সলমন ও শাহরুখ
৬০তম জন্মদিনের আগে দুই বন্ধুর সঙ্গে হঠাৎ কেন সাক্ষাৎ? তা নিয়ে বলিপাড়ায় জোর চর্চা। এর আগে আমিরকে বলতে শোনা যায় সলমন ও শাহরুখের নিয়ে একসঙ্গে কাজ করতে চান তিনি। আমিরের কথায়, "আমরা তিনজন মিলে কাজ করতে পারি। এটা মূলত আমার ভাবনা। আমরা একসঙ্গে একটা কাজ না করলে খারাপ হবে। ওদের আমার ভাবনার কথা জানাই। ওরাও তাতে সহমত ছিল। তবে হ্যাঁ আমাদের ৩জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।" তবে আমিরের সেই ইচ্ছেই পূরণ হতে চলেছে? আসতে চলেছে নতুন কোনও চমক? তা জানতে বেজায় আগ্রহী অনুরাগীরা। প্রসঙ্গত, এর আগে তিন খানকে দেখা গিয়েছিল মুকেশ ও নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে। সঙ্গীত নাইটে দক্ষিণী ছবি 'আরআরআর'-এর বিখ্যাত সেই 'নাটু নাটু' গানে কোমর দোলাতে দেখা গিয়েছিল তাঁদের।
৬০তম জন্মদিনের আগে আমিরের বাড়িতে সলমন ও শাহরুখ
Ahead of Aamir Khan’s 60th Birthday, Shah Rukh Khan and Salman Khan Visit His Residence; SRK Tries To Dodge Paparazzi Behind Security (Watch Videos)#AamirKhan #ShahRukhKhan #SalmanKhan @iamsrk @BeingSalmanKhan https://t.co/6FBAOwVa1r
— LatestLY (@latestly) March 13, 2025
দেখুন ভাইরাল ভিডিয়ো
View this post on Instagram
View this post on Instagram