
হোলি উৎযাপনের মাঝেই বিশাদের সুর। দিনহাটায় (Dinhata) বন্ধুর সঙ্গে রং খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তপন বর্মন নামে এক যুবকের। ঘটনার পর থেকেই পলাতক তাঁর বন্ধু। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটার পেটলা এলাকার পঞ্চকন্যায়। ওই এলাকারই বাসিন্দা ছিলেন মৃত যুবক। ঘটনার পর থেকেই পলাতক বন্ধন দাস নামে এক যুবক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনার পর থেকেই থমথমে রয়েছে এলাকা।
বন্ধুকে লক্ষ্য করে গুলি চালালো যুবক
জানা যাচ্ছে, এদিন বন্ধুদের সঙ্গে এলাকাতেই রং খেলছিলেন তপন। তখন তাঁর আরেক বন্ধু বন্ধন বাইক নিয়ে আসে। তারপর কোনও একটি বিষয় নিয়ে দু'পক্ষের মধ্যে তুমুল বচসা হয়। আর তখনই বন্ধন তপনকে লক্ষ্য করে গুলি চালায়। আর তাতেই গুরুতর জখম হয় সে। খবর দেওয়া হয় পুলিশে। এরপর আহতকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত
এদিকে এই ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত বন্ধন। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কী কারণে তাঁকে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।