শ্রীনগর: শনিবার ভূস্বর্গে (Jammu & Kashmir) বড় সাফল্য পেলেন ভারতীয় নিরাপত্তা সংস্থার জওয়ানরা। কুপওয়ারা পুলিশ (Kupwara Police) সূত্রে জানানো হয়েছে, পুলিশের গোয়েন্দা সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে মাচাল সেক্টরের (Machal sector) কুমকাডি এলাকায় (Kumkadi area) দুজন অনুপ্রবেশকারী জঙ্গিকে (infiltrating terrorists) খতম করেছে ভারতীয় সেনা (India Army) ও পুলিশ (Kupwara Police)।
J&K | Based on intelligence input provided by Kupwara Police, in a joint operation carried out by the Army and Police in Kumkadi area of Machal sector, 2 infiltrating terrorists have been killed so far. The operation is still in progress: Kupwara Police pic.twitter.com/KanSk4dGT6
— ANI (@ANI) September 30, 2023
অন্যদিকে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে জম্মু ও কাশ্মীর পুলিশ ( J&K Police ) এবং ভারতীয় সেনাবাহিনীর ৪২ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস (Army's 42 RR) গুলশানপোরা তালের (Gulshanpora Tral) নাগবাল ফরেস্টের (Nagbal Forest) জঙ্গল এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় তারা জঙ্গিদের দুটি গোপন আস্তানার (terror hideouts) সন্ধান পায়। আরও পড়ুন: Boarding school : জার্মান রাষ্ট্রপতি ভবনের ছবি দিয়ে বোর্ডিং স্কুলের বিজ্ঞাপন, ছবি সহ টুইট জার্মান রাষ্ট্রদূতের
Jammu & Kashmir | Acting on a specific tip off, J&K Police and Army's 42 RR laid a cordon in the forest area of Nagbal Forest, Gulshanpora Tral. During searches, two terror hideouts were busted: Indian Army
(Source: Indian Army) pic.twitter.com/kXkRbkp3wV
— ANI (@ANI) September 30, 2023