Coronavirus (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ২ ডিসেম্বর: করোনার নতুন প্রজাতি ওমিক্রন নিয়ে দেশজুড়ে উদ্বেগের শেষ নেই।  ইতিমধ্যেই এনিয়ে  সুরক্ষা সংক্রান্ত পদক্ষেপ করেছে বেশিরভাগ রাজ্য প্রশাসন। ফের কোভিড বিধি কার্যকর হতে চলেছে। চিহ্নিত হওয়া বিপজ্জনক দেশগুলি থেকে আগত যাত্রীদের আরটি পিসিআর টেস্ট কোয়ারেন্টাইনে থাকা সবই চালু হয়েছে। বিপর্যয় এড়াতে তৈরি হাসপাতাল, অক্সিজেন, অ্য়াম্বুল্যান্স। এমনকী, ভিনরাজ্যের বাসিন্দারাও যদি আসেন, তাঁদেরও বাধ্যতামূলক ভাবে কোভিড টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে।  রাজ্যের সীমানা, বিমানবন্দর, জলপথ, সবেতেই কোভিড টেস্টের ব্যবস্থা থেকে শুরু করে কড়া নজরদারি রাখা হয়েছে। এই আতঙ্কের মধ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ। বুধবার সারাদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৯ হাজার ৭৬৫ জন। আরও পড়ুন-Cyclone Jawad Update: শিয়রে ঘূর্ণিঝড় জাওয়াদ, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি

করোনার দৈনিক পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৪৭৭ জন। একই দিনে হাসপাতাল থেকে কোভিডকে হারিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৮ হাজার ৫৪৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী দেশে মোট  অ্যাক্টিভ কেস ৯৯ হাজার ৭৬৩।

এদিকে ব্রাজিলে এক দম্পতির শরীরে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রনের সন্ধান মিলেছে। ভারতে এখনও ওমিক্রন আক্রান্তের প্রমাণ না মিললেও সতর্কতায় কোনও খামতি নেই। করোনা এখনও যায়নি। তবে বিশ্বজুড়ে কোভিড বিধির শিথিলতা ও খামখেয়ালিপনা যে বিরাট বড় বিপদ ডাকতে চলেছে তানিয়ে সাবধান বাণী শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেয়াসিস।