Parliament (Photo Credit: X)

নয়াদিল্লি: ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill) নিয়ে দেশে রাজনীতি তুঙ্গে।আজ, ২ এপ্রিল সংসদের নিম্নকক্ষ লোকসভায় (Lok Sabha) বিলটি পাশ হওয়ার কথা।নতুন বিলের মাধ্যমে ওয়াকফ আইনে পরিবর্তন আনা হবে। সংশোধনী বিল পাশ নিয়ে যাতে কোনও হট্টগোল না হয় সে জন্য উত্তরপ্রদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ প্রতিটি মোড়ে মোড়ে টহল দিচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বারাণসীতে পুলিশ পতাকা মিছিল করে। ভারতীয় জনতা পার্টি তাদের সকল সাংসদদের হুইপ জারি করে সংসদে উপস্থিত থাকতে বলেছে।

সরকার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শেষে ওয়াকফ সংশোধনী বিলটি পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ১৯৯৫ সালের ওয়াকফ আইন সংশোধন করতে চায়, বর্তমানে দেশের ওয়াকফ সম্পত্তি এই আইনের অধীনে পরিচালিত হয়। তবে সরকার এখন ওয়াকফ সম্পত্তি অন্যরকমভাবে পরিচালনা করতে চায়।

সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এনডিএ দল বিলটির সমর্থনে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। এমনকি তিনি অনেক বিরোধী সংসদ সদস্যের সমর্থন পাওয়ার দাবিও করেছেন। রিজিজু আরও বলেন যে, দুপুর ১২টায় প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পরপরই বিলটি পেশ করা হবে।