কলকাতা, ২ ডিসেম্বর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে শুক্রবার এটি বেশ শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নেবে। শনিবার এই ঝড় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ গোটা দক্ষিণবঙ্গ পড়তে চলেছে প্রবল দুর্যোগের কবলে। ঝড়বৃষ্টি কোনওকিছুরই কমতি হবে না। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আকাশজুড়ে মেঘের ঘনঘটা দেখা যাবে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা, পূর্ব ও পশ্চিমমেদিনীপুর ওবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে আগামী কাল। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আরও পড়ুন-Shehnaaz Gill’s Visit To An Orphanage: সিদ্ধার্থ শুক্লর জন্মদিনের আগে অমৃতসরের অনাথ আশ্রমে শেহনাজ গিল (দেখুন ছবি)
এদিকে ডিসেম্বর পড়লেও শীতের দেখা তেমন নেই। বৃহস্পতিবার ফের খানিকটা বাড়ল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৩ শতাংশ।
চলতি বছরে মেঘ ও দুর্যোগের ঘনঘটায় শীত যেন অধরাই রয়েছে। সঙ্গে থেকে থেকে বৃষ্টি। তবে ঘূর্ণিঝড় জাওয়াদ মানে মানে বিদায় হলে শীতের দেখা মিলবে, এমনটাই মনে করছে বঙ্গবাসী। তবে জাওয়াদের আগমনে শনিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রাম এবং হাওড়ায় বারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হুগলি ও নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে। তাই শীতের কথা ভুলে এখন আসন্ন দুর্যোগের জন্য় তৈরি থাকুক বঙ্গবাসী।